সংবাদদাতা, বারাসত : আবারও পুলিশের সাফল্য। রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষায় উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ (Duttapukur Police Station)। ধৃত পরীক্ষার্থীর নাম রাকেশ হালদার। তার বাড়ি বনগাঁর কেউটে পাড়ায়। সোমবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশি (Duttapukur Police Station) হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন: সিডিএস পরীক্ষার মাধ্যমে আর্মি, এয়ারফোর্স, নেভিতে ৩৩৯ নিয়োগ
রবিবার রাজ্য পুলিশের মহিলা ও পুরুষ কনস্টেবল পরীক্ষায় বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন স্কুলে পরীক্ষা দিতে আসেন। সেইমতো বনগাঁর কেউটে পাড়া থেকে দত্তপুকুর থানার ছোট জাগুলিয়া হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষা দিতে আসে রাকেশ হালদার। বারোটা থেকে একটা পর্যন্ত পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দেড়টা নাগাদ সমস্ত পরীক্ষার্থী বেরিয়ে এলে গেটের মুখে একটা জটলা দেখে পুলিশের সন্দেহ হয়। খোঁজখবর নিতেই দেখা যায় অভিযুক্তর মোবাইলের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে অনেক পরীক্ষার্থীর মোবাইলে যোগাযোগ আছে। পুলিশের দাবি, অভিযুক্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাইকে উত্তরপত্র শেয়ার করেছে। অর্থাৎ কনস্টেবল পরীক্ষার উত্তরগুলো অন্যান্যদের সরবরাহ করেছে। মোবাইল সমেত তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জেরা করে পুলিশ জানতে পারে, সে পরীক্ষার উত্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে অন্যদের দিয়েছে। এর পরেই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০/৪৬৮ ধারায় মামলা রুজু করে পুলিশ। বিষয়টি সামনে আসায় রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষা নিয়ে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে দুর্নীতি দমনের লক্ষ্যে পুলিশের এই সদর্থক ভূমিকায় খুশি সাধারণ মানুষ।