নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : ধারাবাহিকভাবে ব্যর্থ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টের দলে থাকলেও, কে এল রাহুল সহ-অধিনায়কের পদ হারিয়েছেন। শুধু তাই নয়, ইন্দোর টেস্টে তাঁর প্রথম দলে থাকা নিয়েও রীতিমতো সংশয় রয়েছে। বরং ফর্মে থাকা শুভমন গিল ওপেন করতে পারেন রোহিত শর্মার সঙ্গে।
আরও পড়ুন-প্রচার পেতেই ভারতীয় ক্রিকেটারদের ছোট করে, পাক প্রাক্তনদের খোঁচা সানির
এই পরিস্থিতিতে রাহুলের অফ ফর্ম নিয়ে মুখ খুললেন কোচ রাহুল দ্রাবিড়। সম্প্রচারকারী টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড়ের পরিষ্কার বক্তব্য, ‘‘কঠিন সময় প্রত্যেক খেলোয়াড়ের জীবনে আসে। এর থেকে বেরিয়ে আসার পথও সংশ্লিষ্ট ক্রিকেটারকেই বের করে নিতে হয়। রাহুলের ব্যাটিং টেকনিক নিয়ে বিশেষ কিছু শেখানোর নেই। আমার মতে, ওকে নিজের উপর আস্থা রাখতে হবে। কারণ কঠিন সময়ের বিরুদ্ধে লড়াই করার জন্য মানসিকভাবে শক্তিশালী হওয়াটা খুব জরুরি। এর উপরেই নির্ভর করে আপনি কতটা দ্রুত ফর্মে ফিরবেন।’’
আরও পড়ুন-সরকারি উদ্যোগে পুনর্বহাল এইচআইভি পজিটিভ শিক্ষক
প্রসঙ্গত, চলতি টেস্ট সিরিজে রাহুলের মোট রান মাত্র ৩৮। গড় ১২.৬৬! দ্রাবিড় বলছেন, ‘‘সবার ব্যাটিং ধরন এক নয়। রান করার ধরনও আলাদা আলাদা। দলে আরও ক্রিকেটার রয়েছে। শুধু একজনকে নিয়ে পড়ে থাকলে আমার চলবে না। দলের কোচ হিসেবে বাকিদের দিকেও নজর রাখতে হবে। ভুলে গেলে চলবে না, এই সিরিজটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঘূর্ণি পিচে রান করার পথ একজন ব্যাটারকেই খুঁজে নিতে হয়।’’
আরও পড়ুন-কেন্দ্রের জনবিরোধী নীতি, সরব সাঁকরাইল
এদিকে, রাহুলের অফ ফর্ম নিয়ে চিন্তিত ভারতীয় বোর্ডও। বিসিসিআই চাইছে, রাহুলকে ইরানি ট্রফিতে খেলাতে। যাতে ঘরোয়া ক্রিকেট খেলে ফর্মে ফিরতে পারেন ডানহাতি ভারতীয় ওপেনার। ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইরানি ট্রফি। সেক্ষেত্রে জাতীয় দল থেকে রাহুলকে ছেড়ে দেওয়া হতে পারে।