বৃহস্পতিবার, দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ড (Light and Sound)-এর উদ্বোধনে নাম না করে বিজেপি-কে নিশানা করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেএমডিএ (KMDA)-র উদ্যোগে মন্দির চত্বরে শ্রীরামকৃষ্ণদেব, রানি রাসমনির ব্যবহৃত জিনিসের সংগ্রহশালারও এদিন উদ্বোধন করেন তিনি। অডিও-ভিজুয়াল এর মধ্য দিয়ে প্রাচীন মন্দিরের ইতিহাস বর্ণনা করা ‘লাইট অ্যান্ড সাউন্ড’ চালু হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই সব কাহিনী শুনেই তাঁর বড় হওয়া। এরপরেই তিনি বলেন, অনেকেই তাঁর সমালোচনা করে, তাঁর বিরুদ্ধে বাজে কথা বলে। কারণ, তাদের মস্তিষ্কে আবর্জনা ভরা ডাস্টবিন। সেই কারণেই তারা খারাপ কাজ করে।
আরও পড়ুন-দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী উদ্ধৃত করে মুখ্যমন্ত্রী বলেন, টাকা মাটি, মাটি টাকা- এই বাণীর মধ্যে দিয়ে রামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন প্রয়োজনের অতিরিক্ত লোভ করতে নেই। যারা অতিরিক্ত লোভ করে, তারাই অসৎ পথে যায়। রানি রাসমণি থেকে স্বামী বিবেকানন্দ সবাই সর্ব-ধর্ম সমন্বয়ের কথা বলে গিয়েছেন। কিন্তু অনেকেই সেটা না করে বিভেদের রাজনীতি করছে। নাম না করে বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। ধর্ম নিয়ে অশান্তি সাধারণ মানুষ করে না। অশান্ত ছড়ায় কিছু রাজনৈতিক লোভী নেতা।“
আরও পড়ুন-১৫ই জুনের ঘটনা নিয়ে সুবল ভৌমিকের তরফে থানায় অভিযোগ দায়ের
দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নের বিষয়ে অছি পরিষদ দিল্লি গিয়েছিল কিন্তু সেখানে সহয়োগিতা মেলেনি। জানতে পেরে মুখ্যমন্ত্রী কুশল চৌধুরী (Kushal Chowdhuri)কে ডেকে বলেন, কারও কাছে চাইবে না। আমি যতদিন আছি এই মন্দিরের উন্নয়নে কাজ করব। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে। হয়েছে ডালার আর্কেড। কালীঘাট মন্দিরেও ৩০০ কোটি টাকা ব্যয়ে স্কাইওয়য়াক তৈরি হচ্ছে। পুরুলিয়ায় জৈন মন্দিরের জন্য ১ কোটি টাকা দেওয়া হয়েছে। এরপরে দক্ষিণেশ্বরে গেস্টহাউজ তৈরির জন্যও ১০কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। দ্রুত লাইট অ্যান্ড সাউন্ড তৈরি করার জন্য প্রশংসা করেন তিনি।
আরও পড়ুন-১০৪ ঘণ্টা! ৮০ ফুট নীচের গর্ত থেকে উদ্ধার হল ছত্তিশগড়ের ছোট্ট রাহুল
বিকেলে প্রথমে মুখ্যমন্ত্রী ভবতারিণীর মন্দিরে গিয়ে পুজো দেন। বলেন, ঐতিহ্য, ইতিহাস, ধর্মচর্চা – সব দিক থেকে দক্ষিণেশ্বর মন্দিরের যা অবস্থান, তা আন্তর্জাতিক মানের। “আমি চাই, সকলে আসুন, ঘুরে যান।”
আরও পড়ুন-জঙ্গিদের স্কুল
মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে দক্ষিণেশ্বরের ট্রাস্টের অছি ও সম্পাদক কুশল চৌধুরী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে মানুষ। অনেক মুখ্যয়মন্ত্রী দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কাউকে দেখিনি। সব ভিআইপি-দের আমরা ভক্ত হিসেবে আমন্ত্রণ করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্য়ায় আমাদের নিজের লোক।“ মুখ্যমন্ত্রীর সাহায্যের জন্য অকুণ্ঠ ধন্যবাদ জানান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, তাপস রায়, বিধায়ক মদন মিত্র।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…