দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর সেরে ফিরেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Must read

দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর সেরে ফিরেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দক্ষিণেশ্বর (Dakhineswar) মন্দিরে এদিন লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, সেখানে পৌঁছে প্রথমে কুঠিবাড়িতে মিউজিয়ামের উদ্বোধন করেন তিনি। রামকৃষ্ণ পরমহংসদেব, রানি রাসমণির স্মৃতিবিজড়িত বেশ কিছু সামগ্রী রয়েছে সেখানে।

আরও পড়ুন-১৫ই জুনের ঘটনা নিয়ে সুবল ভৌমিকের তরফে থানায় অভিযোগ দায়ের

দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী শুরু হচ্ছে। ইতিহাসখ্যাত এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস, রানি রাসমণি, স্বামী বিবেকানন্দ-সহ অনেক মনীষীর নাম। সেই ইতিহাসকে আলো ও ধ্বনির মাধ্যমে সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে কেএমডিএ। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের তীর্থস্থানগুলি সাজিয়ে তোলার বিষয়ে উদ্যোগ নিয়েছেন মমতা। সেই মতো, আগেই দক্ষিণেশ্বরে শুরু হয়েছে স্কাইওয়াক। এবার নতুন পালক- লাইট অ্যান্ড সাউন্ড

Latest article