দেশের এক-তৃতীয়াংশ মহিলা হিংসার শিকার

যে সব মহিলার স্বামীরা ঘন ঘন অ্যালকোহল পান করেন তাঁদের মধ্যে ৭০ শতাংশ শারীরিক বা যৌন হিংসার সম্মুখীন হয়েছেন।

Must read

নয়াদিল্লি : ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট-৫ অনুসারে, দেশের প্রায় এক-তৃতীয়াংশ নারী শারীরিক বা যৌন হিংসার শিকার হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ১৮ থেকে ৪৯ বছর বয়সি ৩০ শতাংশ মহিলা ১৫ বছর বয়স থেকে শারীরিক হিংসার শিকার হয়েছেন। ৬ শতাংশ প্রাপ্তবয়স্কা নারী তাঁদের জীবদ্দশায় কোনও না কোনও সময়ে যৌন হিংসার সম্মুখীন হয়েছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে শারীরিক বা যৌন হিংসার সম্মুখীন হয়েছেন এমন মহিলাদের মধ্যে মাত্র ১৪ শতাংশ এই সমস্যাটি প্রকাশ্যে আনেন।

আরও পড়ুন-স্কুলে রুশ হানা, মৃত ৬০ নাগরিক

কেন্দ্রের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, বিজেপি শাসিত কর্নাটকে নারীদের বিরুদ্ধে সর্বাধিক ৪৮ শতাংশ গার্হস্থ্য হিংসার ঘটনা ঘটেছে। এর পরেই রয়েছে বিহার, তেলেঙ্গানা, মণিপুর এবং তামিলনাড়ু। মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে কম (২.১ শতাংশ) গার্হস্থ্য হিংসা ঘটেছে লাক্ষাদ্বীপে। দেশে মাত্র ৪ শতাংশ পুরুষ পারিবারিক হিংসার শিকার হন। সমীক্ষায় দেখা গিয়েছে, ৩২ শতাংশ বিবাহিত মহিলা (১৮-৪৯ বছর) শারীরিক, যৌন, মানসিক বা বৈবাহিক হিংসার সম্মুখীন হয়েছেন। বৈবাহিক হিংসার সবচেয়ে সাধারণ ধরন হল শারীরিক হিংসা (২৮ শতাংশ)। এর পর রয়েছে মানসিক হিংসা এবং মহিলাদের বিরুদ্ধে যৌন হিংসা। শহরাঞ্চলের মহিলাদের তুলনায় (২৪ শতাংশ) গ্রামীণ এলাকার মহিলারা (৩২ শতাংশ) বেশি শারীরিক হিংসার সম্মুখীন হয়েছেন। কেন্দ্রের দেওয়া তথ্যে জানা গিয়েছে, ৪০ শতাংশ মহিলা যাঁরা স্কুলে পড়া শেষ করেন না এবং ১৮ শতাংশ মহিলা যাঁরা স্কুলে পড়া শেষ করেছেন তাঁরা শারীরিক হিংসার শিকার হয়েছেন।

আরও পড়ুন-ড্র করে লিভারপুলের লিগ প্রায় হাতছাড়া

নিম্ন আয়ের ৩৯ শতাংশ মহিলা শারীরিক হিংসার সম্মুখীন হয়েছেন। উচ্চ আয়ের মহিলাদের মধ্যে ১৭ শতাংশ শারীরিক হিংসার সম্মুখীন হয়েছেন। মহিলাদের শারীরিক হিংসার ৮০ শতাংশেরও বেশি ক্ষেত্রে অপরাধী স্বামী। যে সমস্ত পুরুষ স্কুলের পড়া শেষ করেনি তাদের ৪৩ শতাংশই হিংসার সঙ্গে জড়িত। কিন্তু যে স্বামীরা ১২ বা তার বেশি বছর পড়াশুনা করেছেন তাঁদের শারীরিক, যৌন, বা মানসিক বৈবাহিক হিংসার সম্ভাবনা অর্ধেকেরও (২১ শতাংশ) কম। ওই রিপোর্ট বলছে, স্বামী-স্ত্রীর শারীরিক বা যৌন হিংসার অভিজ্ঞতা স্বামীর অ্যালকোহল সেবনের মাত্রার সঙ্গে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। যে সব মহিলার স্বামীরা ঘন ঘন অ্যালকোহল পান করেন তাঁদের মধ্যে ৭০ শতাংশ শারীরিক বা যৌন হিংসার সম্মুখীন হয়েছেন।

Latest article