স্বচ্ছতা বজায় রাখতে অনলাইনে জমা নম্বর

পুরনো পদ্ধতিতে শিক্ষকদের খাতা দেখার পর সেই নম্বর পর্ষদের কাছে পৌঁছতে বেশ কিছু ভুলত্রুটি হয়ে যেত। কারণ, সম্পূর্ণটাই ম্যানুয়ালি করতে হত

Must read

প্রতিবেদন : স্বচ্ছতা ও গোপনীয়তা বজায়ের স্বার্থে উচ্চমাধ্যমিকের পর এবার মাধ্যমিকেও অনলাইনে নম্বর জমা দিতে হবে পরীক্ষককে। শনিবার পর্ষদের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ভুল এড়াতে এবং কাজে আরও গতি আনতে পরীক্ষকরা বাড়িতে বসেই অনলাইনে নম্বর জমা দিতে পারবেন। তার জন্য কোনও পরীক্ষক ৪ থেকে ৫ জনকে দিয়ে স্ক্রুটিনিও করাতে পারবেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন মাধ্যমেই সব খাতা দেখে অনলাইনে সেই নম্বর জমা করতে হবে প্রধান পরীক্ষককে।

আরও পড়ুন-আলুর সঙ্গে হিমঘরে থাকবে বাদাম-মিষ্টিও

পুরনো পদ্ধতিতে শিক্ষকদের খাতা দেখার পর সেই নম্বর পর্ষদের কাছে পৌঁছতে বেশ কিছু ভুলত্রুটি হয়ে যেত। কারণ, সম্পূর্ণটাই ম্যানুয়ালি করতে হত। তাই স্বচ্ছতা ও গোপনীয়তা বজায় রাখতে এবং ভুল-ত্রুটি কমাতে অনলাইন পদ্ধতির সাহায্য নেবে পর্ষদ। পর্ষদ আরও জানিয়েছে, নয়া ব্যবস্থা বোঝানোর জন্য পরীক্ষকদের একটি অনলাইন ভিডিওর লিঙ্ক পাঠাবে পর্ষদ। সেই ভিডিওতেই থাকবে কীভাবে, কোন পদ্ধতিতে বাড়িতে বসেই পরীক্ষার্থীদের খাতা দেখে নম্বর অনলাইন মাধ্যমে জমা করতে পারবেন পরীক্ষকরা। এছাড়াও নতুন ব্যবস্থায় খাতা দেখে নম্বর পাঠানোর জন্য পরীক্ষকদের ৫০০ টাকা পারিশ্রমিকও দেবে পর্ষদ। শুক্রবারই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনলাইনে পরীক্ষকদের নম্বর জমা করার জন্য অনলাইন পোর্টাল চালু করেছে।

Latest article