আলুর সঙ্গে হিমঘরে থাকবে বাদাম-মিষ্টিও

খানাকুলে ১ নম্বর ব্লকের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের হেলান তিলক চক এলাকায় তৈরি হয়েছে এইরকম এক মাল্টি কোল্ড স্টোরেজ

Must read

সংবাদদাতা, হুগলি : হিমঘরে এবার থেকে শুধু আর আলু নয়, রাখা যাবে বাদাম, মিষ্টিও। শুনতে অবাক লাগলেও সত্যিই তাই। খানাকুলে ১ নম্বর ব্লকের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের হেলান তিলক চক এলাকায় তৈরি হয়েছে এইরকম এক মাল্টি কোল্ড স্টোরেজ। আগামী ১ মার্চ থেকে সাধারণ মানুষের জন্য এই হিমঘর চালু করা হবে।

আরও পড়ুন-দলবদলু মিঠুন মুখ খুলতেই পালটা ধুইয়ে দিল তৃণমূল

চলতি মাসের ১২ তারিখ আরামবাগের কালীপুরে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিভিন্ন ধরনের উন্নয়নমূলক একাধিক প্রকল্পের পাশাপাশি খানাকুলের এই মাল্টি চেম্বার এবং মাল্টি প্রোডাক্ট সমবায় হিমঘরের উদ্বোধন‌ও করেন তিনি। ২০ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই কোল্ড স্টোরেজ। এখানে আলু ছাড়াও বাদাম, সবজি, ফল, মিষ্টি-সহ বিভিন্ন জিনিস চাষিরা সংরক্ষণ করতে পারবেন।

Latest article