দলবদলু মিঠুন মুখ খুলতেই পালটা ধুইয়ে দিল তৃণমূল

ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। এমন মন্তব্যের পরই মিঠুনকে তাঁর স্ত্রী আর ছেলের কু-কর্মের কথা স্মরণ করিয়ে দেন কুণাল।

Must read

প্রতিবেদন : সন্দেশখালি নিয়ে কুৎসা ও মিথ্যাচারে মাতলেন দলবদলু বিজেপি নেতা গদ্দার মিঠুন চক্রবর্তী। প্রশাসন যখন পরিস্থিতি সামাল দিচ্ছে, ঠিক তখনই উসকানি ও প্ররোচনামূলক মন্তব্য করে আগুনে ঘি ঢালছেন মিঠুন। মিঠুন মুখ খুলতেই তাঁকে পালটা দিল তৃণমূল। তৃণমূলের প্রশ্ন, নারী নির্যাতন নিয়ে মিঠুনের পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সে ব্যাপারে তাঁর কী বক্তব্য? দলের মুখপাত্র কুণাল ঘোষ মিঠুনের কাছে জানতে চান, লোকে তো বলে এসব থেকে বাঁচতেই আপনি অনেক কিছু করছেন। সন্দেশখালি নিয়ে তিনি বলেছেন, সন্দেশখালিতে যা হয়েছে, তাতে এবার জেগে ওঠার সময় এসেছে। ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। এমন মন্তব্যের পরই মিঠুনকে তাঁর স্ত্রী আর ছেলের কু-কর্মের কথা স্মরণ করিয়ে দেন কুণাল।

আরও পড়ুন-মা সারদাকে নিয়ে ব্যঙ্গচিত্র তোপ দাগলেন শশী, ব্রাত্যরা

মিঠুন যে চিটফান্ড মামলা থেকে বাঁচতেই বিজেপির ওয়াশিং মেশিনে গিয়েছেন, তাও মনে করিয়ে দেন তিনি। মিঠুনকে একহাত নিয়ে কুণাল বলেন, মিঠুন চক্রবর্তী সন্দেশখালিতে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন। বলছেন, জেগে উঠুন! আপনার বাড়ির মধ্যে আপনার স্ত্রী আর ছেলের বিরুদ্ধে কোন অভিযোগে ফৌজদারি মামলা ছিল, আগে সেটা বলুন। একটা সময় সিপিএম নেতাদের ঘনিষ্ঠ ছিলেন মিঠুন। সিপিএমের হয়ে প্রচারেও দেখা গিয়েছিল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন। কিন্তু নিজের ও পরিবারের কু-কর্ম ও দুর্নীতি থেকে বাঁচতে জার্সি বদল করে এখন বিজেপিতে। প্রকৃত অর্থেই মিঠুনের গিরগিটি চরিত্র। কুণালের সংযোজন, মিঠুন চক্রবর্তী অ্যালকেমিস্ট চিটফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন। চিটফান্ড থেকে টাকা নেওয়া মিঠুনকে কেন গ্রেফতার করা হবে না?

Latest article