চেন্নাই, ২৩ মে : মুম্বই ইন্ডিয়ান্স একবার জিততে শুরু করলে আর রক্ষে নেই! রোহিত শর্মাদের অতীত রেকর্ড ঘাঁটলে এটাই স্পষ্ট।
গতবছর সবার শেষে জায়গা পেয়েছিল মুম্বই। এবারও প্রথমদিকে পরপর হেরেছে তারা। কিন্তু একবার জিততে শুরু করার পর সোজা প্লে অফে উঠে এসেছে। তবে রোহিতদের সাহায্য করেছে কপালও। লিগের শেষ ম্যাচে আরসিবি জিতলে মুম্বই আইপিএলের বাইরে চলে যেত। কিন্তু গুজরাট টাইটান্সের শুভমন গিলের চওড়া ব্যাট মুম্বইয়ের রাস্তা সাফ করে দিয়েছে।
আরও পড়ুন-বৃষ্টির মধ্যেই রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বুধবার এলিমেনটেরে মুম্বইয়ের সামনে লখনউ সুপার জায়ান্টস। যারা গ্রুপের শেষ ম্যাচে কেকেআরকে ১ রানে হারিয়েছে। লখনউ টুর্নামেন্টের মাঝপথে তাদের অধিনায়ক কে এল রাহুলকে হারিয়েছে। কিন্তু ক্রুনাল পান্ডিয়া দায়িত্ব নেওয়ার পর রাহুলের অভাব মোটেই টের পেতে দেননি। রবি বিষ্ণোই, আবেশ খান, নবীন-উল-হক আর অধিনায়ক ক্রুনালকে নিয়ে লখনউয়ের বোলিং লাইন আপ বেশ শক্তিশালী। ব্যাটিংয়ে মার্কাস স্টইনিস, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান রানের মধ্যে রয়েছেন। এই ম্যাচে দল তাকিয়ে কুইন্টন ডি’ককের ব্যাটের দিকেও।
আরও পড়ুন-বেআইনি বাজি মজুত রুখতে কড়া লালবাজার
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ ম্যাচে জয়ের কারিগর ছিলেন ক্যামেরুন গ্রিন ও রোহিত শর্মা। গ্রিন মারকাটারি সেঞ্চুরি করেছেন। হাফ সেঞ্চুরি করেন রোহিত। এই দু’জনকে নিয়ে তাই ভাবতে হচ্ছে লখনউকে। ওভালে টেস্ট ফাইনালের আগে রোহিতের রান পাওয়াটা খুব ইঙ্গিতবাহী। গ্রিনের ৩৮১, রোহিতের ৩১৩ রানের পাশে বড় রান ঈশান কিসানের ৪৩৯। মুম্বইয়ের টপ অর্ডারের এই তিন ব্যাটারকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে মুশকিল।
আরও পড়ুন-‘একমাত্র সুপ্রিম কোর্টই পারে দেশকে বাঁচাতে’ কেজরিওয়ালকে পাশে নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
চিপকের উইকেট অবশ্য পরীক্ষা নেবে দু’দলের ব্যাটারদের। এটা এমন এক উইকেট যেখানে স্পিনাররা সুবিধা পাচ্ছেন। তবে একটু স্লো টার্নার। মুম্বইয়ের পীযূষ চাওলা এমন উইকেটে সুবিধা পেতে পারেন। এখনও পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন তিনি। তবে বল ঘুরলে লখনউয়ের হাতেও বিষ্ণোই রয়েছেন। সবমিলিয়ে বুধবারের ম্যাচে ছড়ি ঘোরাতে পারেন বোলাররাই। আরও পরিষ্কার করে বললে স্পিনাররাই।