এমন অলৌকিক কাণ্ড তুমিই পারো, ধোনিকে শ্রীনি

ক্রিকেটারদের নিরাপত্তার কারণে এবং কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, তারজন্য বিমানবন্দরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।

Must read

চেন্নাই, ৩০ মে : পঞ্চম আইপিএল ট্রফি নিয়ে মঙ্গলবার চেন্নাইয়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। নায়কদের অভ্যর্থনা জানাতে এদিন সকাল থেকেই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অগণিত ভক্ত। শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংস দলকে স্বাগত জানাতে রাস্তার দু’ধারে দাঁড়িয়েছিলেন প্রচুর ক্রিকেটপ্রেমী। যাঁদের অধিকাংশরই গায়ে ছিল সিএসকের হলুদ জার্সি।

আরও পড়ুন-সই চাওয়ায় ধোনি অবাক হয়েছিল: সানি

ক্রিকেটারদের নিরাপত্তার কারণে এবং কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, তারজন্য বিমানবন্দরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। বেলা পৌনে দুটো নাগাদ ধোনিদের বিমান ল্যান্ড করে। এর কিছুক্ষণ পর সিএসকের টিম বাসে ধোনিরা বিমানবন্দর থেকে বেরোতেই উল্লাসে ফেটে পড়ে উপস্থিত জনতা। ধোনিদের সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই থাকবে পুরো সিএসকে দল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জাপান সফরে গিয়েছেন। সেখান থেকে তিনি ফিরলেই ক্রিকেটারদের জমকালো সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানের তারিখ ঠিক করা হয়েছে ১ ও ২ জুন। সেদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ধোনিদের সংবর্ধনা জানানো হবে।

আরও পড়ুন-দেখভালের প্রশিক্ষণে সরকারি কর্মীরা যাবেন দক্ষিণ আফ্রিকা

এদিকে, মঙ্গলবারই ফোন করে ধোনিকে অভিনন্দন জানিয়েছেন সিএসকের মালিক এন কে শ্রীনিবাসন। তিনি বলেন, ‘‘অসাধারণ অধিনায়ক। অলৌকিক ঘটনা ঘটালে। একমাত্র তুমিই পারো। আমরা সবাই তোমার এবং গোটা দলের জন্য গর্বিত।’’ একই সঙ্গে শ্রীনিবাসন ধোনিকে নিজের শরীরের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

Latest article