সই চাওয়ায় ধোনি অবাক হয়েছিল: সানি

ছবিটা ভাইরাল হতে সময় নেয়নি। সুনীল গাভাসকরের বুকে অটোগ্রাফ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সানির শার্টে নিজের নাম সই করে দেন ক্যাপ্টেন কুল

Must read

আমেদাবাদ, ৩০ মে : ছবিটা ভাইরাল হতে সময় নেয়নি। সুনীল গাভাসকরের বুকে অটোগ্রাফ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সানির শার্টে নিজের নাম সই করে দেন ক্যাপ্টেন কুল। লিটল মাস্টার হাসিমুখে সেটা উপভোগ করছেন।
আইপিএল ম্যাচের সেই ঘটনা নিয়ে সোমবার রাতে মুখ খুলেছেন গাভাসকর। তিনি বলেছেন, ধোনির কাছে স্বাক্ষর চাওয়ায় তিনি খুব অবাক হয়ে গিয়েছিলেন। পরে অবশ্য খুশি মনে শার্টের উপর সই করে দেন। তারপর জড়িয়ে ধরেন ক্রিকেট কিংবদন্তিকে।

আরও পড়ুন-দেখভালের প্রশিক্ষণে সরকারি কর্মীরা যাবেন দক্ষিণ আফ্রিকা

কেন হঠাৎ তাঁর মাথায় ক্যাপ্টেন কুলের স্বাক্ষর নেওয়ার ইচ্ছে এসেছিল, তাও বলেছেন প্রাক্তন বিশ্বসেরা ওপেনার। তিনি বলেছেন, ব্যাপারটা এসেছে পুরোপুরি ভিতরের আবেগ থেকে। সোমবার রাতে বৃষ্টির পর যখন মোতেরায় খেলা শুরুর প্রস্তুতি চলছে, তখন ম্যাথু হেডেনকে পাশে নিয়ে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে এসব কথা বলছিলেন গাভাসকর।

আরও পড়ুন-মণিপুরের পরিস্থিতি উদ্বেগজনক, বিস্ফোরক সেনাপ্রধান ও সিডিএস

তিনি বলেন, ধোনি যে সমস্ত ক্রিকেট ভেনুতে কী পরিমাণ জনপ্রিয়, সেটা এবার আইপিএলের সব ম্যাচে বোঝা গিয়েছে। সানির কাছেও ধোনির সবথেকে বড় ব্যাপার হল মাথা ঠান্ডা রাখতে পারা। ‘‘এই ম্যাচে যেমন ফর্মে থাকা শুভমন গিলের ক্যাচ যখন দীপক চাহার ফেলেছে, ওর রান ছিল ৩। ধোনি কিন্তু কিছু বলেনি। বিরক্তিতে মাথা পর্যন্ত ঝাঁকায়নি। এটাই ধোনি। ও জানে দীপক ক্যাচ ফেলে নিজেই কতটা হতাশ হয়ে আছে।” সানি আরও জানান, ধোনির সঙ্গে তাঁর প্রথম আলাপ শচীন তেন্ডুলকরের মাধ্যমে। শচীনকে তিনিই ধোনিকে ডেকে দেওয়ার জন্য বলেছিলেন।

Latest article