মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলল কৃষক বাজার

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন বন্ধ কৃষক বাজারগুলি (Krishak Bazar) খুলে দেবার। তাঁর নির্দেশেই সোমবার খুলে গেল আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের কৃষক বাজার। উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় কৃষক, ব্যবসায়ী সংগঠন,পুরসভার ও ব্লক প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত নিয়ে খুলে দেওয়া হয় কৃষক বাজারটি। বেশ কয়েক মাস বন্ধ থাকার পর কৃষক বাজার (Krishak Bazar) খুলে যাওয়ায় হাসি ফুটেছে স্থানীয় কৃষিজীবী মানুষের মুখে। আগে গ্রাম থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আলিপুরদুয়ার শহরে উৎপাদিত পণ্য গাড়ি ভাড়া করে নিয়ে গিয়ে বিক্রি করতে হত স্থানীয় কৃষকদের। কৃষক বাজারটি খুলে যাওয়ায় সেই অতিরিক্ত খরচ যেমন বাঁচবে, তেমনই সময়েরও সাশ্রয় হবে। আর কৃষক বাজারে বাইরের ক্রেতা এলে ফসলের মূল্যও ভাল পাবেন তাঁরা। এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের সদর মহকুমা শাসক বিপ্লব সরকার বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর নির্দেশে খুলে দেওয়া হয়েছে বাজার। বৃষ্টি উপেক্ষা করে প্রথম দিনেই বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো।”

আরও পড়ুন: ২৯ জুন ভোটের ফল, নিরাপত্তা স্ট্রং রুমে

Latest article