প্রতিবেদন : হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য সদ্য প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হতেই অন্তর্দলীয় কোন্দলে জেরবার গেরুয়া দল। প্রথম দফায় বুধবার বিজেপি ৬২টি জনের নামের তালিকা প্রকাশ করে। বৃহস্পতিবার বাকি ছয়টি আসনের প্রার্থীদের নাম জানায়। রাজ্যের ক্ষমতাসীন দল এবার বর্তমান বিধায়কদের মধ্যে ১১ জনকেই টিকিট দেয়নি। এর ফলে সেখানে বিজেপিতে প্রকাশ্য বিদ্রোহ শুরু হয়েছে।
আরও পড়ুন-মোদিকে পরামর্শ চিদম্বরমের
প্রার্থীতালিকায় নাম না থাকায় কেউ কেউ বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে চলেছেন। শুক্রবার টিকিট না পাওয়া বেশ কয়েকজন বিধায়ক শিমলায় মিছিল করেন। বিজেপি ছাম্বা থেকে ইন্দিরা কাপুরের জায়গায় বর্তমান বিধায়ক পবন নায়ারের স্ত্রী নীলম নায়ারকে টিকিট দিয়েছে। এই ঘটনার পর ইন্দিরা এবং পবনের মধ্যে তীব্র কোন্দল প্রকাশ্যে এসেছে। গেরুয়া দল এবার রমেশ ধাওয়ালা এবং রবিন্দর সিং রবির আসন পরিবর্তন করেছে। দলের এই সিদ্ধান্ত দুই নেতার সমর্থকরাই মানতে নারাজ। তাঁরা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। দলে বিদ্রোহ শুরু হয়েছে। মান্ডি সদর থেকে দলের মিডিয়া সহ-ইনচার্জ প্রবীণ শর্মা ঘোষণা করেছেন, তিনি নির্দল হিসেবে লড়বেন।
আরও পড়ুন-বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে
রাজ্যের জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিং ঠাকুরের মেয়ে বন্দনা গুলেরিয়া টিকিট না পেয়ে বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক পদে ইস্তফা দিয়েছেন। নালাগড়ে, প্রাক্তন বিজেপি বিধায়ক কে এল ঠাকুর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। ধর্মশালায় বিজেপির বর্তমান বিধায়ক বিশাল নাইহারিয়ার পরিবর্তে রাকেশ চৌধুরীকে টিকিট দেওয়ায় বহু বিজেপি ক্রমে সরে দাঁড়িয়েছেন। আরও বিভিন্ন জায়গায় অনেকেই পদত্যাগ করেছেন৷