মোদিকে পরামর্শ চিদম্বরমের

দেশের অর্থনীতির করুণ অবস্থা। ডলারের তুলনায় প্রতিদিনই পড়ছে টাকার দাম। অথচ নরেন্দ্র মোদি সরকারের তা নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই।

Must read

প্রতিবেদন : দেশের অর্থনীতির করুণ অবস্থা। ডলারের তুলনায় প্রতিদিনই পড়ছে টাকার দাম। অথচ নরেন্দ্র মোদি সরকারের তা নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই। এহেন পরিস্থিতি মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর অভিযোগ, মোদি সরকারের ভ্রান্ত নীতির কারণেই এই আর্থিক দুরবস্থা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রধানমন্ত্রীর উচিত অবিলম্বে অর্থনীতিবিদদের সঙ্গে একান্ত আলোচনা করা।

আরও পড়ুন-বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে

তাঁদের থেকে পরামর্শ নিয়ে অর্থনীতির হাল শোধরানো। শুক্রবার প্রাক্তন অর্থমন্ত্রী ট্যুইট করেন, টাকার দামের পতন রোধ করতে কিছুই করতে পারছে না মোদি সরকার। টাকার দাম কমার জন্যই মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি। সুদের হারের এই অবস্থা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতি সরকারের দরকার সুপরামর্শ এবং সঠিক দিকনির্দেশিকা। যা দিতে পারেন একমাত্র বিশেষজ্ঞ অর্থনীতিবিদরা।

Latest article