বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গৃহীত, হুমকির ঘটনায় আরও চাপে পড়ল অধিকারী

Must read

বুধবার অধিবেশন কক্ষেই চার বিধায়ককে হুমকি দেন বিরোধী দলনেতা। চার বিধায়ক স্পিাকারের কাছে লিখিত অভিযোগও করেন। এরই প্রেক্ষিতে প্রাথমিক তদন্তের পর স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হল অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়ে দেন বুধবারেরর ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গৃহীত হয়েছে। এই সংক্রান্ত কমিটি (প্রিভিলেজ কমিটি) তদন্ত করে রিপোর্ট জমা দেবে।

আরও পড়ুন – দুর্যোগে বাংলা কী ​পেল ? : প্রশ্ন ডাঃ শান্তনু সেনের

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী , কালিয়াগঞ্জের সৌমেন রায়, বিষ্ণুপুরেরর তন্ন ঘোষ ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে বুধবার হুমকি দেয় বিরোধী দলনেতা। এর মধ্যে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর হানা ও সৌমেন রায়কে গুলি করে মারার হুমকি দেয় অধিকারী (Suvendu Adhikari)। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় অধিবেশন কক্ষেই। রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। বৃহস্পতিবার বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গৃহীত হওয়ায় আরও চাপে পড়ল অধিকারী।

Latest article