শনিতেই রবির দেশে পাড়ি দিয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-ওয়ান। অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল উৎক্ষেপণ হয়। ঠিক ২৪ ঘণ্টার মাথায় সৌরযানের প্রথম আপডেট দিল ইসরো। রবিবার বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য-এল ওয়ান প্রথম কক্ষপথ পরিবর্তন করেছে। ট্যুইট করে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান ৩-এর সাফল্যে উচ্ছ্বসিত ইসরোর বিজ্ঞানীরা এবার সূর্য মিশনে মনোনিবেশ করেছেন। এর আগে কখনও এত দূরে মহাকাশযান পাঠায়নি ভারত।
আরও পড়ুন-স্লিপ মোডে চলে যাচ্ছে প্রজ্ঞান, তার মধ্যে মিলছে তথ্য
প্রথম সৌর মিশন এখনও পর্যন্ত নির্বিঘ্নে চলছে। ইসরো জানিয়েছে, কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিকভাবে কাজ করছে, কোথাও সমস্যা নেই। পৃথিবীর টান কাটাতে এখনও ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে আদিত্য এল- ওয়ানকে। মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ দ্বিতীয় কক্ষপথ পরিবর্তন করানো হবে । পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে সৌরযানের এমন পাঁচটি কক্ষপথ পরিবর্তন করার কথা। প্রতি ধাপেই আদিত্য-এল ওয়ানের গতি বাড়বে। পাঁচ ধাপে কক্ষপথ পরিবর্তনে এটি ১৬ দিনের মতো সময় নেবে।