স্লিপ মোডে চলে যাচ্ছে প্রজ্ঞান, তার মধ্যে মিলছে তথ্য

চাঁদের দক্ষিণ মেরুতে নামার মূল কারণ ছিল, ওই অঞ্চল বসবাসের যোগ্য কিনা তা খতিয়ে দেখা। যে কাজ রোভার নিখুঁত ভাবে করেছে

Must read

চাঁদে রাত নামতেই ধীরে ধীরে স্লিপ মোডে (Sleep mode) চলে যাচ্ছে প্রজ্ঞান। কিন্তু শেষমুহূর্তে বড় আপডেট দিল রোভার। চাঁদে বসবাস করার সম্ভাবনায় কার্যত সিলমোহর দিল চন্দ্রযান-৩। গত ২৩ অগাস্ট সন্ধ্যা ৬.০২ মিনিটে ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের তাপমাত্রা মাপতে গিয়ে দেখেছে তাপমাত্রা চাঁদের উপরের ২ সেমি স্তরের নিচ থেকে ৮ সেমি নামতেই একলাফে ৬০ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

আরও পড়ুন-‘এক দেশ, এক ভোট’ নীতির বিরোধিতায় রাহুল

অর্থাৎ এটা বসবাসের উপযুক্ত হওয়ার লক্ষণ হতে পারে। দিন শেষ হওয়ার আগেই সুখবর মিলেছে ইসরোর তরফে। এমনিতেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ সহজ ছিল না। সেই লক্ষ্যভেদে পুরোপুরি সফল ইসরোর বিজ্ঞানীরা। চাঁদের দক্ষিণ মেরুতে নামার মূল কারণ ছিল, ওই অঞ্চল বসবাসের যোগ্য কিনা তা খতিয়ে দেখা। যে কাজ রোভার নিখুঁত ভাবে করেছে।

Latest article