‘এক দেশ, এক ভোট’ নীতির বিরোধিতায় রাহুল

পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যে ভারতের সংবিধান-বিরোধী এক দেশ, এক ভোট নীতি লাগু করতে চায় মোদি সরকার।

Must read

প্রতিবেদন: পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্যে ভারতের সংবিধান-বিরোধী এক দেশ, এক ভোট নীতি লাগু করতে চায় মোদি সরকার। রাজ্যে রাজ্যে বিজেপির হাওয়া খারাপ বুঝে লোকসভা ভোটের সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা ভোট একযোগে সেরে নিতে চায় কেন্দ্র। এজন্য তড়িঘড়ি একটি কমিটি গঠন করে তার মাথায় বসানো হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। এবার স্পষ্টভাবে কেন্দ্রের এই কৌশলের বিরোধিতায় সরব হল কংগ্রেস।

আরও পড়ুন-ফের যোগীরাজ্য, ধর্ষণের পর জ্বালিয়ে খুন তরুণী

রবিবার রাহুল ‘এক দেশ, এক ভোট’ নিয়ে বলেন, এই ধারণা দেশের ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত’। শনিবার রাতে কমিটির সদস্য হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও। রবিবার রাহুলের মন্তব্যের পর স্পষ্ট যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভবিষ্যতে আরও সুর চড়াবে কংগ্রেস। ইতিমধ্যেই বিরোধী দলগুলি এই নীতির বিরোধিতা করেছে। রবিবার রাহুল ট্যুইট করেন, ইন্ডিয়া অর্থাৎ ভারত হচ্ছে রাজ্যগুলির সমষ্টি। এক দেশ, এক ভোট-এর ধারণা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্যগুলির উপরে আঘাত।

Latest article