বিধায়কদের ওরিয়েন্টেশন কোর্স

Must read

প্রতিবেদন : রাজ্য বিধানসভার সদস্যদের সংসদীয় রীতিনীতি ও কাজকর্ম সম্পর্কে আরও ভালভাবে অবহিত করতে একটি ওরিয়েন্টেশন কোর্স (Orientation course) করানো হবে। বিধানসভার পরবর্তী অধিবেশনের আগেই সব পক্ষের বিধায়কদের এই পাঠ দেওয়া হবে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বুধবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের শেষে জবাবি ভাষণে অধ্যক্ষ বলেন, বিধানসভার অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শাসক দল ও বিরোধীপক্ষের নির্দিষ্ট ভূমিকা আছে। ভাষা সংযমের প্রয়োজন আছে। অনেক বিধায়কের ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাঁরা এই রীতিনীতি ঠিকমতো মানছেন না। বিধানসভার উল্লেখ-পর্ব, দৃষ্টি আকর্ষণ, জিরো আওয়ারে এমন বিষয় নিয়ে বক্তব্য রাখা হচ্ছে যা বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অনেকেই নির্দিষ্ট বিষয়ের বাইরে গিয়ে বক্তৃতা করছেন। এর পুনরাবৃত্তি এড়াতেই বিধায়কদের প্রশিক্ষিত (Orientation course) করতে এই উদ্যোগ। এর আগে পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা, আইএসএফ সদস্য নৌসদ সিদ্দিকি সুষ্ঠুভাবে বিধানসভার অধিবেশন পরিচালনার জন্য অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে ধন্যবাদ জানান। বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখার জন্য বিরোধীদের যথেষ্ট সুযোগ দেওয়ার জন্য বিরোধীরা অধ্যক্ষকে সাধুবাদ জানিয়েছেন। উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ও ধন্যবাদসূচক প্রস্তাবের উপর বক্তব্য রাখেন।

আরও পড়ুন-বিরোধী দলনেতাকে বিপদে ফেলে অধ্যক্ষের প্রশংসায় মনোজ টিগ্গা

Latest article