২৩ লক্ষ টাকায় তৈরি ওটি

রয়েছে প্রচুর আধুনিক যন্ত্র। মঙ্গলবার উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যজুড়ে এসেছে উন্নয়নের জোয়ার। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বরাবরই বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আলিপুরদুয়ারের জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসা এবং অস্ত্রপচারের জন্য রাজ্য সরকারের উদ্যোগে জেলা হাসপাতালে আধুনিক চক্ষু অপারেশন থিয়েটার।

আরও পড়ুন-কঠোর ব্যবস্থা নিতে তৎপর হল প্রশাসন, বুড়ি বালাসনে মাফিয়ারাজ

মোট ২৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে অপারেশন থিয়েটারটি। রয়েছে প্রচুর আধুনিক যন্ত্র। মঙ্গলবার উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, ‘‘আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চক্ষু অপারেশনের ব্যবস্থা ছিল না। এই হাসপাতাল চালু হওয়ায় উপকৃত হবেন জেলার মানুষ। চোখের চিকিৎসায় আলিপুরদুয়ারে খুলে গেল নতুন দিগন্ত।’’

Latest article