কঠোর ব্যবস্থা নিতে তৎপর হল প্রশাসন, বুড়ি বালাসনে মাফিয়ারাজ

জমি মাফিয়াদের দখলে বাগডোগরার বুড়ি বালাসনও। বাগডোগরা বুড়ি বালাসন নদী ও জমি মাফিয়াদের দাপটের জেরে নালায় পরিণত হয়েছে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শুধু সাহু নদী বা বালাসন নদী নয়। জমি মাফিয়াদের দখলে বাগডোগরার বুড়ি বালাসনও। বাগডোগরা বুড়ি বালাসন নদী ও জমি মাফিয়াদের দাপটের জেরে নালায় পরিণত হয়েছে। নদীর দু’পাশে গড়ে উঠেছে অবৈধ বহুতল। বুড়ি বালাসন নদীর চর দখল নিয়ে সরব হয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।

আরও পড়ুন-শিলিগুড়ি ৩৮ ডিগ্রি, গরমে পুড়ছে শহর, পথে পুলিশ প্রধান

তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন পুলিশকে। অবৈধ কারবার দেখলেই ব্যবস্থা নেবে প্রশাসন।’’ উল্লেখ্য, শিলিগুড়িতে একের পর এক নদীর চর দখল করে গড়ে উঠেছে অবৈধ বিল্ডিং। মঙ্গলবার নজরে আসে বাগডোগরার বুড়ি বালাসন নদী। এক সময় এই নদীর জল দিয়েই এলাকায় কৃষিকাজ হত। কিন্তু গত কয়েক বছরে নদী থেকে নালায় পরিণত হয়েছে বুড়ি বালাসন। নদীর দু’পাশে নদীর চর দখল করে গড়ে উঠেছে বড় বড় নির্মাণ। ঘুরে গিয়েছে নদীর গতিপথ। এলাকাবাসীর কাছে এখন বুড়ি বালাসন আর নদী নেই। স্থানীয় বাসিন্দা উত্তম সাহা বলেন, ‘‘প্রথমে বাঁশ দিয়ে ঘেরাও করে দখল হয়েছিল নদীর চর। তারপর একে একে গড়ে উঠেছে বহুতল। চোখের সামনেই নদী যেন নর্দমায় পরিণত হল।” তিনি বলছেন, নজর নেই প্রশাসনের। এমনকী নদীর উপরে পরপর তিনটি লোহার সেতুর গড়ে উঠেছে।

Latest article