শিলিগুড়ি ৩৮ ডিগ্রি, গরমে পুড়ছে শহর, পথে পুলিশ প্রধান

এমনই চিত্র দেখা গেল শিলিগুড়ির রাস্তায়। চরম রোদকে উপেক্ষা করেই শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন কমিশনার গৌরব শর্মা।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : প্রচণ্ড দাবদাহ। রাস্তাঘাট প্রায় লোকশূন্য। মানুষকে নিরাপত্তা দিতে রোদ মাথায় রাস্তায় নেমেছেন স্বয়ং পুলিশ কমিশনার। শুধু তাই নয়, কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে তুলে দিচ্ছেন গ্লুকোজ, জলের বোতল, সানস্ক্রিন। এমনই চিত্র দেখা গেল শিলিগুড়ির রাস্তায়। চরম রোদকে উপেক্ষা করেই শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন কমিশনার গৌরব শর্মা।

আরও পড়ুন-সুন্দরবনে ‘অশনি’ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত প্রশাসন

মঙ্গলবার পুলিশ কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তাও। পুলিশ কমিশনার বলেন, ‘‘গত কয়েকদিন ধরে শিলিগুড়িতে গরম অনেকটাই বেড়েছে। তারমধ্যে রোদের তাপ রয়েছে প্রখর। তবে ট্রাফিক পুলিশ কর্মীরা গরম ও রোদের তাপকে উপেক্ষা করেই কাজ করে চলেছেন। তাঁদের সহযোগিতা করতে আমি নিজে এসেছি। এছাড়াও এই গরমে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের হাতে।’’ স্বয়ং পুলিশ কমিশনারের এইভাবে রাস্তায় নেমে কাজ করাকে একযোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Latest article