আসানসোলে আজ শপথ মেয়র-সহ অন্যদের

Must read

অসীম চট্টোপাধ্যায়, আসানসোল : আজ, শুক্রবার সকাল ১১টায় আসানসোল (Asansol) নগর নিগমের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু। সেই কারণে গোটা শহরের পাশাপাশি পুর নিগমের নীল-সাদা বাড়িও নবরূপে সেজে উঠেছে। পাশাপাশি সেজে উঠেছে শপথ গ্রহণের অনুষ্ঠানস্থল রবীন্দ্রভবনও। শপথ গ্রহণ অনুষ্ঠানকে সবদিক থেকে নিরুপদ্রব করার লক্ষ্যে কয়েকদিন ধরেই শহরের প্রতিটি রাস্তা, গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বিশেষ নজরদারি শুরু করে পুলিশ। বুধবার নগর নিগমের কমিশনার নীতিন সিংহানিয়া রবীন্দ্রভবনের প্রতিটি আনাচকানাচ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেন। খোঁজ নেন নির্বাচিত সদস্যদের নিরাপত্তার দিকটি। নবকলেবরে সেজে ওঠা এই ভবনকে ঘিরে এখন নানা মহলে কৌতূহল তুঙ্গে। কারণ  পুরনিগমের মেয়র, দুই ডেপুটি মেয়র এবং চেয়ারম্যানের নাম আগেই ঘোষণা হয়ে গেলেও কারা হবেন এই পুরনিগমের মেয়র পারিষদ সে ব্যাপারে কোনও আঁচ পাওয়া যায়নি বৃহস্পতিবার রাত পর্যন্ত। শুক্রবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান এবং বাকি সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। একসঙ্গে দশজন করে নির্বাচিত সদস্য শপথ পাঠ করবেন বলে জানান নীতিনবাবু। মেয়র, ডেপুটি মেয়র  ও চেয়ারম্যান পদে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলে ওই পদগুলিতে সরাসরি শপথ নেবেন বিধান উপাধ্যায়, অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক ও অমরনাথ চট্টোপাধ্যায়। নগর নিগমের আশুতোষ হলে যাতে একসঙ্গে সকলেই বসতে পারেন সে জন্য বিশেষভাবে সাজানো হয়েছে সম্মেলন কক্ষটিকে। এ ছাড়া প্রত্যেক সদস্য ও মেয়র পারিষদ যাতে পৃথক অফিস পান, সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে জানান নীতিনবাবু। মেয়র, মেয়র পারিষদ-সহ বিরোধী দলনেতার কক্ষগুলি বিভিন্ন মনীষীর ছবি দিয়ে সাজানো হয়েছে। কঠোরভাবে কোভিডবিধি মেনে সকাল ১১টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই কারণে অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যা খুব সীমিত রাখা হয়েছে বলে জানান পুর কমিশনার। সব মিলিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জমজমাট আসানসোল (Asansol)।

আরও পড়ুন: ‘বুরা দিন’ এসে গিয়েছে, বাড়ছে খিদের ভূগোল

Latest article