জয় দিয়ে যাত্রা শুরু পাকিস্তানের

Must read

হায়দরাবাদ, ৬ অক্টোবর : ব্যাটিংয়ের খামতি ঢাকল বোলিং, জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু পাকিস্তানের। চাপ সরিয়ে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে (Pakistan-Netherlands) ৮১ রানে হারাল বাবর আজমের দল। পাকিস্তানের ২৮৬ রান তাড়া করতে নেমে ডাচদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২০৫ রানে।
খেলার শুরুটা অবশ্য প্রত্যাশামাফিক হয়নি পাকিস্তানের (Pakistan-Netherlands)। প্রথমে ব্যাট করে ৩৮ রানে ৩ উইকেট হারায় বাবরের দল। ফিরে গিয়েছিলেন দুই ওপেনার ফখর জামান, ইমাম উল হক এবং অধিনায়ক বাবর। সেখান থেকে মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল হাল না ধরলে বিপদ বাড়তে পারত পাকিস্তানের। চতুর্থ উইকেট জুটিতে রিজওয়ান ও শাকিল ১২০ রান যোগ করে দলকে উদ্ধার করেন। দু’জনেই করেন ৬৮ রান। শেষে মহম্মদ নওয়াজ (৩৯) ও সাদাব খানের (৩২) লড়াকু ইনিংস পাকিস্তানের স্কোর তিনশোর কাছে পৌঁছে দেয়।
জবাবে হ্যারিস রউফ, হাসান আলিদের বোলিং দাপটে নেদারল্যান্ডসের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৫ রানে। রউফ ৩ উইকেট নেন। হাসানের ঝুলিতে ২ উইকেট। ম্যাচের সেরা শাকিল।

আরও পড়ুন- হকির সোনায় অলিম্পিক টিকিট ভারতের

Latest article