হকির সোনায় অলিম্পিক টিকিট ভারতের

Must read

হাংঝাউ, ৬ অক্টোবর : জাকার্তা এশিয়ান গেমসে (Asian Games- India) যে দলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই জাপানকে হারিয়েই হাংঝাউ গেমসে হকিতে সোনা জিতলেন হরমনপ্রীত সিং, ললিত উপাধ্যায়রা। নিশ্চিতভাবেই মধুর বদলা! শুক্রবার ফাইনালে জাপানকে ৫-১ গোলে চূর্ণ করে সোনার মঞ্চে ভারত। ২০১৪-র পর আবার, এই নিয়ে এশিয়ান গেমস থেকে দেশের চতুর্থ সোনা।
জাকার্তা থেকে টোকিও অলিম্পিকের উড়ান শুরু হয়েছিল। দীর্ঘ চার দশকের খরা কাটিয়ে শেষ পর্যন্ত টোকিওতে এসেছিল পদক। এবার হাংঝাউয়ের সোনা প্যারিসের স্বপ্ন উসকে দিচ্ছে দেশবাসীর! এ যেন হরমনপ্রীতদের হাত ধরে ফিরে এসেছে ভারতীয় হকির (Asian Games- India) হারিয়ে যাওয়া গরিমা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এশিয়াডে সোনা। একইসঙ্গে আগামী বছরের প্যারিস অলিম্পিকে নামার টিকিটও জোগাড় করে ফেললেন হরমনপ্রীতরা। খেলতে হবে না যোগ্যতাঅর্জন পর্ব।
গোটা প্রতিযোগিতায় ‘সোনায় মোড়ানো’ পারফরম্যান্স ভারতীয় পুরুষ হকি দলের। উজবেকিস্তান ও সিঙ্গাপুরকে ১৬ গোল করে দিয়েছিলেন মনপ্রীতরা। সেই ছন্দ একবারও হারায়নি দল। জাপানের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচও জিতেছিল ভারত। ফাইনালেও দেখা গেল তার অ্যাকশন রিপ্লে।

আরও পড়ুন- ইরানে নারী স্বাধীনতার পক্ষে সওয়াল করেছিলেন, নোবেল পেলেন জেলবন্দি নার্গিস

জাপানিরা ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগই পেল না ভারতীয়দের আগ্রাসনের সামনে। জাপানের বিরুদ্ধে গোল উৎসব শুরু করেছিলেন প্রাক্তন অধিনায়ক মনপ্রীত সিং। শেষ করলেন বর্তমান অধিনায়ক হরমনপ্রীত। প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর দ্বিতীয় কোয়ার্টারে মনপ্রীতের ব্যাক হ্যান্ড গোলে ১-০ করে ভারত। সেই ধাক্কা আর সামলাতে পারেনি জাপান। বিপক্ষ মাথা তোলার আগেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে ২-০ করেন অমিত রোহিদাস। কিছুক্ষণের মধ্যে ডান দিক থেকে কোনাকুনি শটে দুরন্ত গোল করেন অভিষেক। পরের দু’টি গোল পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের। মাঝে একটা গোল করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ভারতীয়রা ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ দেয়নি জাপানিদের।

Latest article