৩৬ ঘণ্টা হাতে আছে : দ্রাবিড়

মেডিক্যাল টিম নজর রাখছে, দেখি কী সিদ্ধান্ত নেয়

Must read

চেন্নাই, ৬ অক্টোবর : শুভমন গিল এখন শারীরিকভাবে অনেকটা ভাল আছে। মেডিক্যাল টিম তার উপর নজর রাখছে। আমাদের হাতে এখনও ৩৬ ঘণ্টা সময় আছে। দেখি মেডিক্যাল টিম ওকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়। তবে আজ ও অনেকটা ভাল আছে। শুক্রবার সাংবাদিকদের সামনে এসে বললেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid- Shubman Gill)।
চেন্নাইয়ে জ্বর নিয়েই এসেছেন ভারতীয় ওপেনার। এজন্য বৃহস্পতিবার প্র্যাকটিসে নামতে পারেননি তিনি। শুভমন সম্পর্কে বলা হয় তিনি অপশনাল প্র্যাকটিসও মিস করতে চান না। সেই তিনি জ্বর ও পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ায় স্বাভাবিকভাবেই শুক্রবারও মাঠে আসতে পারেননি।

আরও পড়ুন- হকির সোনায় অলিম্পিক টিকিট ভারতের

দ্রাবিড়কে এদিন শুভমন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেডিক্যাল টিম ওকে পুরোপুরি ম্যাচের বাইরে করে দেয়নি। আমরা ওর উপর রোজকার ভিত্তিতে নজর রাখছি। দেখি শনিবার শুভমন কেমন বোধ করে। তবে ভারতীয় কোচ যাই বলুন, রবিবারের ম্যাচে শুভমনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
অন্য এক প্রশ্নের জবাবে ভারতীয় কোচ (Rahul Dravid- Shubman Gill) জানান, তিনি মনে করেন না বিশ্বকাপে উইকেটের খুব বড় প্রভাব থাকবে। তাঁর কথায়, তুমি কত ভাল খেলছ, কত ভাল পরিকল্পনা রূপায়ণ করতে পারছ, সেটাই হল আসল ব্যাপার। সব দলকে ভিন্ন উইকেট ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে।
ভারতীয় দল ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে না পারলেও তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়ে রবিবার তাদের মুখোমুখি হবে। শুভমনের জায়গায় ঈশান কিশানের খেলার সম্ভাবনা রয়েছে। দ্রাবিড় অবশ্য দল নিয়ে কোনও ইঙ্গিত দিতে চাননি।

Latest article