বেঙ্গালুরু, ২০ জুন : সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই পাকিস্তানের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সদ্য আন্তঃমহাদেশীয় কাপ চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাসে ফুটছেন সুনীল ছেত্রীরা। অথচ এমন গুরুত্বপূর্ণ ম্যাচের দিন সকালে বেঙ্গালুরু পৌঁছছে পাক ফুটবল দল। এদিকে, ম্যাচ সন্ধে সাড়ে সাতটায়। অর্থাৎ, কোনও ধরনের প্রস্তুতি ছাড়াই মাত্র কয়েক ঘণ্টার বিশ্রাম নিয়েই মাঠে নেমে পড়তে হবে পাক ফুটবলারদের!
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজে রোহিতই অধিনায়ক, টেস্ট দলে ভাবা হতে পারে হার্দিককেও
সাফের প্রস্তুতি নিতে মরিশাসে একটি টুর্নামেন্ট খেলতে গিয়েছিল পাকিস্তান। ভিসা জটে এতদিন সেখানেই আটকে ছিল তারা। ফেডারেশন সূত্রের খবর, মঙ্গলবার সন্ধে সাডে় পাঁচটার বিমান ধরে রাত একটা নাগাদ মুম্বই পৌঁছবে পাকিস্তান। এরপর বুধবার ভোর ছ’টার বিমান ধরে সকাল আটটায় বেঙ্গালুরু পৌঁছবে। পাক ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে ম্যাচটা পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সাফ ফুটবল সংস্থার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, অনেক দেরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন-রথযাত্রার সময় ভাঙল বারান্দা, গুজরাটে মৃত ১
এখন আর সূচিতে বদল আনা সম্ভব নয়। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটা পিছিয়ে পাকিস্তান। তার উপর কোনও বিশ্রাম ছাড়াই মাঠে নেমে পড়তে হবে। ফলে চাপে রয়েছে পাক শিবির। যদিও একঝাঁক ফুটবলার ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলেন। তালিকায় রয়েছেন ইশা সুলেইমান। যিনি ইংল্যান্ডের যুব দলের অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব ২০ ইউরো কাপ জিতেছিলেন।