রাজ্যপালের আচরণে গর্জে উঠল ময়দান

মঙ্গলবার গান্ধীমূর্তির পাদদেশে বাংলার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে প্রতিবাদ মিছিলে অংশ নেন রাজ্যের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস

Must read

প্রতিবেদন : রাজ্যপাল সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রতিবাদের ধিক্কার জানিয়ে সরব ময়দানও। মঙ্গলবার গান্ধীমূর্তির পাদদেশে বাংলার বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সঙ্গে প্রতিবাদ মিছিলে অংশ নেন রাজ্যের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি।

আরও পড়ুন-সকালে পৌঁছে রাতেই ম্যাচ, চাপে পাকিস্তান

এছাড়াও এদিনের ধিক্কার মিছিলে ক্রীড়াবিদদের মধ্যে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, প্রাক্তন ফুটবলার নিমাই গোস্বামী, মানস ভট্টাচার্য, বিকাশ পাঁজি, রহিম নবি, দিপেন্দু বিশ্বাস,মাধব দাস, সঞ্জয় মাঝি, প্রশান্ত চক্রবর্তী, ক্রিকেটার শিবশংকর পাল প্রমুখ। এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ছিলেন দেবব্রত সরকার, ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত, মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সন্দীপন বন্দ্যোপাধ্যায়, মহামেডান ক্লাবের পক্ষ থেকে মহঃ কামারউদ্দিন, ইস্তেফাক আহমেদ রাজু, আইএফএ-র পক্ষ থেকে অজিত বন্দ্যোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল।

Latest article