বিজেপি বেশি প্রার্থী প্রত্যাহার করল

এমনকী অনেক কাঠ-খড় পুড়িয়ে যাঁদের পঞ্চায়েতে প্রার্থী করতে রাজি করানো হচ্ছে তাঁরাও শেষ পর্যন্ত সরে দাঁড়াচ্ছেন ভোটের লড়াই থেকে

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটে বিরোধী শিবিরের কঙ্কালসার চেহারা বেরিয়ে এল। মনোনয়ন জমা দেওয়ার আগে থেকেই রাম-বাম-শ্যামেরা একজোট হয়ে অভিযোগ করেছিল, তাদের মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উল্টো ছবিটাই দেখা গেল। বিরোধী প্রার্থীরাই মনোনয়ন প্রত্যাহার করেছে। আর এই তালিকায় শীর্ষে রয়েছে বিজেপি। সন্ত্রাস সন্ত্রাস বলে গলা ফাটালেও সংগঠনের অভাবে তাঁরা যে পঞ্চায়েতে উপযুক্ত প্রার্থী পাচ্ছেন না সে কথা একান্তে স্বীকার করছেন বিজেপির নেতারা।

আরও পড়ুন-রাজ্যপালের আচরণে গর্জে উঠল ময়দান

এমনকী অনেক কাঠ-খড় পুড়িয়ে যাঁদের পঞ্চায়েতে প্রার্থী করতে রাজি করানো হচ্ছে তাঁরাও শেষ পর্যন্ত সরে দাঁড়াচ্ছেন ভোটের লড়াই থেকে। ঝাঁকে ঝাঁকে বিজেপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থেকেই সেকথা পরিষ্কার। রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের মঙ্গলবারই ছিল শেষ দিন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন বিকেল তিনটে পর্যন্ত বিভিন্ন দলের মোট ৪৮৭১ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। যদিও সমস্ত জেলা থেকে চূড়ান্ত তথ্য না পাওয়ায় এই সংখ্যাটা আরও বাড়বে বলেই কমিশন মনে করছে। কমিশনের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সব থেকে বেশি মনোয়ন প্রত্যাহার করেছে বিজেপি। বিভিন্ন জেলায় পঞ্চায়েতের নানা স্তরে মোট ১৫০৩ জন বিজেপি প্রার্থী নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

আরও পড়ুন-সকালে পৌঁছে রাতেই ম্যাচ, চাপে পাকিস্তান

তৃণমূল কংগ্রেসের মোট প্রত্যাহার হওয়া মনোনয়নের সংখ্যা ১১০৭। এছাড়া সিপিআইএমের ১০০৬ জন প্রার্থী পঞ্চায়েতের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। কংগ্রেসের ৩৮৩ জন, ফরওয়ার্ড ব্লকের ৩৭ জন এবং ৬৭০ জন নির্দল প্রার্থী নিজেদের মনোনয়ন তুলে নিয়েছেন বলে কমিশন জানিয়েছে। পরীক্ষার পর মোট ৩১৬৪টি মনোনয়নপত্র বাতিল করার কথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে ৪৬১টি, বিজেপির ৯০৫টি, সিপিএমের ১০৪২টি, কংগ্রেসের ২৫২টি মনোনয়ন বাতিল হয়েছে। এর মধ্যে, গ্রাম পঞ্চায়েতে ২৫৭৫টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। পঞ্চায়েত সমিতিতে ৪৮৭টি মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজে রোহিতই অধিনায়ক, টেস্ট দলে ভাবা হতে পারে হার্দিককেও

জেলা পরিষদে ১০২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জমা পড়া সব মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখার পরে মোট ২ লক্ষ ২৮ হাজার ১৫৮টি মনোনয়ন বৈধ বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। এরমধ্যে জেলা পরিষদে চার হাজার ৮৩০টি, পঞ্চায়েত সমিতিতে ৩৪ হাজার ৮৬৬টি ও গ্রাম পঞ্চায়েত স্তরে এক লক্ষ ৮৮ হাজার ৪৬২টি বৈধ মনোনয়ন জমা পড়েছে।

Latest article