ডেঙ্গি (Dengue) বা করোনা উদ্বেগ কাটার আগেই ফের চিন্তায় ফেলছে আফ্রিকান সোয়াইন ফ্লু (African Swine Flu)। এবারউত্তর কেরল (North Kerala) জেলায় সোয়াইন ফ্লুর দাপট অনেকটাই বেড়েছে। শূকর থেকেই যে সোয়াইন ফ্লু ছড়ায়। এবার কয়েকটি ফার্মে শূকরের মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, বলা হয়েছে, সেগুলি শনাক্ত করে সংক্রমিত শূকরগুলি মেরে ফেলতে হবে।
আরও পড়ুন-নেত্রীর নির্দেশে নুহতে সামিরুল
উত্তর কেরল জেলার কানিচর গ্রামের একটি শূকর ফার্মে আফ্রিকান সোয়াইন ফ্লু-র সংক্রমণ প্রকট হয়েছে। মালয়নপাদির একটি ফার্মে সোয়াইন ফ্লু সংক্রমণের খবরটি জেলা পশুপালন দফতরের এক আধিকারিক নিশ্চিত করেছেন। পরিস্থিতি যাতে হাতের নাগালের বাইরে না যায়, তাই এদের হত্যা করে দেহ মাটিতে পুঁতে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েলে ফিরছে নতুন কোভিড
সংক্রমিত শূকর ফার্মের এক কিলোমিটার পর্যন্ত এলাকা সংক্রমিত এলাকা এবং ১০ কিলোমিটার পর্যন্ত এলাকা নজরদারি জোন বলে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন এর তরফে । ওই এলাকায় আগামী তিন মাস শূকর বিক্রি, পরিবহণ ও শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ করেছে প্রশাসন।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে ১২০০ গাড়ির কনভয় নিয়ে বিজেপি থেকে কংগ্রেসে যোগ
এছাড়া কানিচর গ্রাম বা জেলার অন্য কোথাও সংক্রমণের খবর আছে কিনা সে ব্যাপারে নজরদারি রাখা হচ্ছে। কোথাও, কোনও সংক্রমণের খবর পেলে জেলা প্রশাসনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।