প্রতিবেদন: শহরের মেট্রো মানচিত্রে নতুন সংযোজন হতে চলেছে জোকা-তারাতলা মেট্রো। এই মেট্রো পথে আপাতত মিলবে শুধুই কাগজের টিকিট। মেট্রো সূত্রে এমনই জানা গিয়েছে। পরিচিত স্মার্টকার্ড বা টোকেন এই মেট্রো পথে এখনই ব্যবহার করা যাবে না৷ তবে এই ব্যবস্থা সাময়িক বলেই জানা গিয়েছে। কারণ বিদেশ থেকে মেট্রোর বিশেষ স্মার্ট গেট এখনও এসে পৌঁছয়নি। তা কবে আসবে এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না কর্তারা।
আরও পড়ুন-শেয়ালের হামলা মালদহে জখম পাঁচ
সেটা এলেই হবে না, তারপর সেই গেট প্রতিটি স্টেশনে ইনস্টল করতে হবে। সেই কাজ শেষ হলে তবেই টোকেন ও স্মার্টকার্ড চালু করা সম্ভব হবে। কিন্তু এদিকে ওই রুটে ট্রেন চালানো শুরু করার চাপ রয়েছে। তাই কোনও উপায় না দেখে পুরনো কাগজের বোর্ডের টিকিটেই ফিরছে মেট্রো। এই রুটে আপাতত ছ’টি স্টেশনে ট্রেন চলবে। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার হয়ে তারাতলা পর্যন্ত যাবে মেট্রো। আবার সেই পথেই ট্রেন ফিরবে জোকাতে। এখন ২০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে এই রাস্তায়৷ ৬ কিলোমিটার দূরত্বের এই অংশ অতিক্রম করতে মেট্রোর লাগবে মোট ১০ মিনিট। এই রুটে যাত্রী পরিষেবার জন্য প্রয়োজনীয় অনুমতি দিয়েছে কমিশনার্স অফ রেলওয়ে সেফটি।