চলো গ্রামে যাই নিহতদের প্রিয়জনদের পাশে তৃণমূল

‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে বিভিন্ন ঘটনায় আহত ও নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল নেতৃত্ব।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : ‘চলো গ্রামে যাই’ কর্মসূচিতে বিভিন্ন ঘটনায় আহত ও নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল নেতৃত্ব। দেওয়া হয় অসহায় পরিবারগুলির পাশে থাকার আশ্বাস। পঞ্চায়েত ভোটের আগে এলাকায় জনসংযোগ বাড়াতে রাজ্যজুড়ে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-মেট্রোয় ফিরছে কাগজের টিকিট

প্রতিদিনই বিভিন্ন এলাকায় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ। এদিন স্থানীয় মহিলা কর্মীদের নিয়ে মিটিং করা হয়। মিটিং শেষে এলাকার গোগলা কোলিয়ারি, নতুনডাঙা ও রসিকডাঙায় আহত ও নিহতদের বাড়ি যান গৌতমবাবু সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উল্লেখ্য, চলতি বছর ১৭ জানুয়ারি এলাকায় একটি গ্যাসের দোকানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সিলিন্ডার ফেটে সেই দুর্ঘটনায় পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ছিলেন গোগলা কোলিয়ারি এলাকার লেবু কাহার ও নতুনডাঙার বরুণ বাদ্যকর।

আরও পড়ুন-শেয়ালের হামলা মালদহে জখম পাঁচ

চিকিৎসার পর এখন তাঁরা সুস্থ। এই দু’জনের বাড়ি গিয়ে আজ তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন গৌতমবাবু। অন্যদিকে, গত বছর ৬ নভেম্বর গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত হয়ে মৃত্যু হয় রসিকডাঙার বাসিন্দা পালোয়ান বাউরি (৩৫) নামে এক ব্যক্তির। এদিন মৃত পালোয়ান বাবুর স্ত্রী টুম্পা বাউরি ও তাঁর নাবালক ছেলেমেয়ের হাতে নতুন কাপড় ও শীতবস্ত্র সহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। গৌতমবাবু জানান, এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে আহত ও নিহতদের বাড়ি গিয়ে তাঁদের হাতে সাহায্য সামগ্রী তুলে দেওয়া হয়।

Latest article