প্রতিবেদন : ইন্ডিয়া জোটের বিরোধী সাংসদ ও নেতা-নেত্রীদের ফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। এই ঘটনার জেরে মুখ পুড়েছে কেন্দ্রের। চাপে পড়ে কেন্দ্রের তরফে বার্তা দেওয়ার পর এবার আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপল (Parliament panel- Apple) কর্তাদের তলব করার বিষয়ে ভাবছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি। কেন এই সতর্কবার্তা পাঠানো হয়েছে? অ্যাপলের কাছে হ্যাকিং সংক্রান্ত কোনও প্রমাণ রয়েছে কি না সে-বিষয়ে জানতে চাইবে এই কমিটি।
মঙ্গলবার একাধিক বিরোধী সাংসদের আইফোনে সতর্কবার্তা পাঠানো হয় অ্যাপলের তরফে। যেখানে স্পষ্টভাবে জানানো হয় রাষ্ট্রের মদতে আপনার আইফোন হ্যাক করার চেষ্টা হয়েছে। এই সতর্কবার্তা পাওয়ার পর প্রথম সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একই ইস্যুতে সরব হন আরও একাধিক বিরোধী সাংসদ। পেগাসাসের প্রসঙ্গ উল্লেখ করে একযোগে বিজেপি সরকারের কড়া সমালোচনা হয়। এরপরই তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি অ্যাপল (Parliament panel- Apple) কর্তাদের তলব করবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- সর্বদল বৈঠকে সংরক্ষণের পক্ষে সিদ্ধান্ত মহারাষ্ট্রে