সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত সমস্যা মুখ্যমন্ত্রীর নজরে থাকবে, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

Must read

প্রতিবেদন : সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত সমস্যা সমাধানে এগিয়ে এল রাজ্য সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের সঙ্গে বৈঠকে রাজ্যের শিল্প ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, বদলির ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হবে। এদিন বিধানসভা ভবনে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। পৌরহিত্য করেন সংগঠনের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- নাগরিকদের ফেরাতে গিয়েই কি তবে অপহৃত ইউক্রেনের বিমান?

তাঁর সতর্কবার্তা, অনেকক্ষেত্রে অভিযোগ আসছে যে, ফেডারেশনের সদস্য না হয়েও কেউ কেউ নিজেকে সদস্য বলে দাবি করছেন। এই ধরনের অনিয়ম যাতে না হয় সেটা দেখতে হবে। তিনি জানান, আগামী সাতদিনের মধ্যে প্রতিটি জেলায় সদস্য সংগ্রহ অভিযান হবে। কারণ, অনেকেই এই সংগঠনে যোগ দিতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন, ৩২টি জেলার সভাপতি। আহ্বায়ক দিব্যেন্দু রায়।

রাজ্য সরকারি কর্মীদের ভূমিকার প্রশংসা করে পার্থবাবু মন্তব্য করেন, ‘দুয়ারে সরকার’ বা ‘পাড়ায় সমাধান’ শিবিরে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারি কর্মীরা। কর্মসূচিকে সফল করতে আরও বেশি সংখ্যায় অংশগ্রহণ করতেও তারা আগ্রহী। সংগঠনকে জোরদার করতে রাজ্যস্তরে তৈরি করা হবে একটি অ্যাডহক কমিটি। কমিটি তৈরি করা হবে জেলাস্তরেও। সংগঠনের সদস্য হওয়ার জন্য কোনও অর্থ আদায় করা হবে না। ৬০ বছরের বেশি বয়সের চুক্তি ভিত্তিক কর্মীদের সংগঠনের সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হবে। এদিকে রাজ্য সরকারের কাজকর্মেও যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীরা।

 

Latest article