প্রতিবেদন : মোটেই দলবদল করেননি তিনি। তৃণমূল কংগ্রেসেই আছেন ৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পার্থ মিত্র। তাঁকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চলছে। রবিবার নিজে এ কথাই জানিয়েছেন তিনি। এদিন কলকাতার বিদায়ী পুরপ্রধান ফিরহাদ হাকিমের পাশে বসে তিনি দৃঢ়তার সঙ্গে জানান, তাঁর নামে মিথ্যে প্রচার চলছে।
আরও পড়ুন-বাসযাত্রীর প্রাণ বাঁচালেন ট্রাফিক পুলিশ
জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই তিনি এগিয়ে যেতে চান। পাশে দাঁড়াতে চান মানুষের। আসলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তাঁর নাম না দেখে অনেকেই নানারকম জল্পনা শুরু করেন তাঁকে ঘিরে। নিজেদের মতো ভিত্তিহীন ব্যাখ্যা সাজিয়ে পুরনির্বাচনের মুখে জনমানসে বিভ্রান্তি জাগানোর অপচেষ্টা করেন। নেপথ্যে অবশ্যই বিরোধী পক্ষ।
সুকৌশলে রটিয়ে দেওয়া হয়, অন্য দলে যোগ দিয়েছেন পার্থ মিত্র। সেই দলের হয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে চলেছেন। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই এই বিভ্রান্তি দূর করে নিজের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। জানিয়ে দেন, দলবদলের কোনও প্রশ্নই নেই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসে থেকেই মানুষের সেবা করতে চান।