জুটমিল খুলতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস

মিল কর্তৃপক্ষ মিলের স্থায়ী শ্রমিকদের একাংশকে কাজ না দিয়ে কম মজুরি দিয়ে বাইরের শ্রমিক এবং ঠিকাদারি শ্রমিকদের কাজে নিচ্ছে।

Must read

প্রতিবেদন, কাঁকিনাড়া : শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে পড়ল কাঁকিনাড়া নফর চন্দ্র জুটমিল (Jutemill)। রবিবার সকাল থেকে এই জুটমিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে প্রায় তিন হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন-তৃণমূলেই আছেন পার্থ মিত্র

শ্রমিকদের কাছ থেকে জানা গিয়েছে, মিল কর্তৃপক্ষ মিলের স্থায়ী শ্রমিকদের একাংশকে কাজ না দিয়ে কম মজুরি দিয়ে বাইরের শ্রমিক এবং ঠিকাদারি শ্রমিকদের কাজে নিচ্ছে। ফলে স্থায়ী শ্রমিকরা কাজ না পেয়ে রোজগারহীন হয়ে পড়ছে। এরপর রবিবার সকালে মিলের গেট খোলা থাকলেও স্থায়ী শ্রমিকদের কেউ কাজে যোগ না দেওয়ায় মিলের উৎপাদন ব্যাহত হয়ে পড়ে। বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সোমনাথ শ্যাম জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Latest article