সংবাদদাতা, আলিপুরদুয়ার : অসম (Assam) থেকে পাচারকারীরা ঢুকছে বাংলায়। হোলির দিন বিজেপি শাসিত অসম থেকে এই রাজ্যে প্রবেশ করে, বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের বারোবিশা বিটের বনকর্মীদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে আহত করল কাঠ মাফিয়ারা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। অন্যান্য দিনের মতোই বারোবিশা বিটের জঙ্গলে টহল দিচ্ছিলেন বনকর্মীরা, সঙ্গে হোলির দিন উপলক্ষে শিকার রুখতে এফপিসির সদস্যরাও ছিলেন।
আরও পড়ুন-বিধায়কের তৎপরতায় উপাচার্য পেল বিশ্ববিদ্যালয়
হঠাৎ গাছ কাটার শব্দ পেয়ে উৎসের খোঁজে দ্রুত পা চালান বনকর্মীরা। জঙ্গলের এক জায়গায় গিয়ে তাঁরা দেখতে পান, অসম থেকে আসা একদল কাঠ মাফিয়া গাছ কাটছে। তাঁরা মাফিয়াদের হুঁশিয়ারি দিলে, মাফিয়ারা পালিয়ে যায়। যখন বনকর্মীরা সরেজমিনে তদন্ত করছিলেন যে ক’টি গাছ কাটা হয়েছে, ঠিক সেই সময় ফের অসমের কাঠ মাফিয়ারা বেশ কিছু দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এসে হামলা চালায় বনকর্মীদের ওপর। বাকিরা মাফিয়াদের হাতে অস্ত্র দেখে পালিয়ে গেলেও, একজন ধরা পড়েন তাদের হাতে। সেই সময় মাফিয়ারা বনকর্মী সুরেন রাভাকে পেটে ভোজালি ঠেকিয়ে ভয় দেখায়, খুকরি দিয়ে তাঁর হাত কেটে দেয়।
আরও পড়ুন-পঠন-পাঠন, গবেষণায় সেরা হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়
ইতিমধ্যেই পালিয়ে যাওয়া বনকর্মীদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভলকা রেঞ্জ অফিসার প্রভাত বর্মন ও কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ অফিসার উত্তম সরকার। তাঁরা দলবল নিয়ে সেখানে পৌঁছনোর আগেই অসমের কাঠ মাফিয়ারা অসমে ঢুকে পড়ে। ঘটনা প্রসঙ্গে ভলকা রেঞ্জ অফিসার প্রভাত বর্মন বলেন, অসমের কিছু দুষ্কৃতী জঙ্গলে আমাদের কর্মীদের ওপর হামলা করে, পরে তারা অসমে পালিয়ে যায়। বিষয়টি ওপরমহলে জানানো হয়েছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন জানিয়েছেন, বনকর্মীদের হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।