রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন দিবালা

Must read

রোম, ২৭ জুলাই : সিরি ‘এ’-তে এএস রোমার জার্সি গায়ে মাঠে নামার আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ড ভেঙে দিলেন পাওলো দিবালা (Paulo Dybala)। মঙ্গলবারই রোমার সমর্থকরা বরণ করে নেন আর্জেন্টাইন তারকাকে। আর এদিনই দিবালার (Paulo Dybala) জার্সি বিক্রিতে নতুন রেকর্ড হল। ইতালিতে এর আগে একদিনে সব থেকে বেশি জার্সি বিক্রি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে সই করেছিলেন সিআর সেভেন। প্রথম দিনেই পর্তুগিজ তারকার রেকর্ড সংখ্যক জার্সি বিক্রি হয়েছিল। সিরি ‘এ’-তে ইতালির ক্লাবের কোনও ফুটবলারের সেটাই ছিল সর্বাধিক জার্সি বিক্রির রেকর্ড। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন দিবালা। মঙ্গলবার রাতে হাজার হাজার রোমা সমর্থক ভিড় করেছিলেন রোম শহরের অন্যতম ঐতিহ্যবাহী ভবন দ্য পালাজ্জো দেল্লা সিভিল্তার বাইরে। নিজেদের ক্লাবের নতুন রাজাকে বরণ করে নেওয়াই ছিল প্রধান উদ্দেশ্য। সমর্থকদের ভালবাসায় আপ্লুত দিবালা। ক্লাবের তরফে তাঁকে ১০ নম্বর জার্সি দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি আর্জেন্টাইন স্ট্রাইকার। বরং নিজের পছন্দ মতো ২১ নম্বর বেছে নেন।

আরও পড়ুন: আজ শুরু কমনওয়েলথ গেমস

Latest article