বাড়িতে পেলে

তবে মাঝে মাঝে হাসপাতালেও আসতে হবে তাঁকে। প্রসঙ্গত, ৮১ বছর বয়সি পেলের শরীরে গত বছরই কোলন টিউমার ধরা পড়েছিল।

Must read

সাও পাওলো: হাসপাতাল (hospital) থেকে বাড়ি ফিরলেন পেলে (Pele)। কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার দীর্ঘদিন ধরেই কোলন টিউমারে ভুগছেন। এর ফলে তাঁকে নিয়মিত হাসপাতালের চেকআপের জন্য যেতে হয়। তবে এবার ফুটবল সম্রাটের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ায় বেশ কিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন পেলে।

আরও পড়ুন-মোহালিতে বিরাটের সেঞ্চুরি চাই : সানি

হাসপাতাল সূত্রের খবর, পেলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাই তাঁকে রিলিজ করে দেওয়া হয়েছে। আপাতত বাড়িতেই চিকিৎসা চলবে তিনবারের বিশ্বকাপজয়ী কিংবদন্তির।
তবে মাঝে মাঝে হাসপাতালেও আসতে হবে তাঁকে। প্রসঙ্গত, ৮১ বছর বয়সি পেলের শরীরে গত বছরই কোলন টিউমার ধরা পড়েছিল।

Latest article