মোহালিতে বিরাটের সেঞ্চুরি চাই : সানি

টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। শুক্রবার থেকে চণ্ডীগড়ের মোহালিতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট।

Must read

নয়াদিল্লি, ১ মার্চ : টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। শুক্রবার থেকে চণ্ডীগড়ের মোহালিতে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। আর প্রথম টেস্টের সব আকর্ষণ একজনকে নিয়ে। তিনি স্বয়ং বিরাট কোহলি। কারণ, মোহালিতে শততম টেস্ট খেলতে নামছেন টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন অধিনায়ক। কিন্তু দেশের মাঠে দর্শকের সামনে বিরাট তাঁর সেঞ্চুরি টেস্ট ম্যাচ খেলতে পারছেন না বলে শুরুতে হতাশা প্রকাশ করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর।

আরও পড়ুন-চোট থেকে ফিরেই রানে, প্রস্তুতি ম্যাচে জেতালেন স্মৃতি

পরে অবশ্য সিদ্ধান্ত বদলে মাঠে ৫০ শতাংশ দর্শকের অনুমতি দিয়েছে বোর্ড। সানি বলেছিলেন, তিনি ‘‘যে কোনও খেলাতেই আপনি চাইবেন, মাঠে দর্শক থাকুক। সাম্প্রতিক সময়ে ভারত দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচ খেলেছে। সেঞ্চুরি টেস্ট ভেরি ভেরি স্পেশ্যাল। এটা খুব হতাশাজনক যে, বিরাটের সেঞ্চুরি টেস্টে মাঠে কোনও দর্শক থাকবে না। কিন্তু আমার মনে হয়, সিদ্ধান্তটা বৃহত্তর স্বার্থেই নেওয়া হয়েছে। মোহালিতে কোভিড সংক্রমণ বেড়েছে। এই অবস্থায় যেহেতু সেখানে ম্যাচ হবে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে।’’ বলাবাহুল্য, বিরাট-ম্যাচে শেষমুহূর্তে দর্শকের অনুমতি সানিকেও স্বস্তি দিয়েছে।

আরও পড়ুন-গোল করুন, আমাকে দেখুন, লা লিগার প্রচারে রোহিত

গাভাসকর আরও চাইছেন, মাইলস্টোন টেস্টেই সেঞ্চুরির খরা কাটুক বিরাটের। কিংবদন্তি ওপেনার বলছেন, ‘‘স্কুলজীবন থেকে ক্রিকেট খেলার পর দীর্ঘ পথ পেরিয়ে একশো টেস্ট খেলার সম্মান বিশেষ একটা অনুভূতি। আমি আশা করি, বিরাট ওর সেঞ্চুরি টেস্ট ম্যাচ সেঞ্চুরি করেই সেলিব্রেট করবে। আমি জানি, কলিন কাউড্রে সম্ভবত প্রথম লোক যে একশো টেস্ট খেলে, আবার নিজের একশো টেস্টেও সেঞ্চুরি করে।’’

Latest article