সংবাদদাতা, হাওড়া : ডেঙ্গু দমনে আরও কড়া পদক্ষেপ নিল হাওড়া কর্পোরেশন। কোথাও কোনও বাড়িতে খোলা জায়গায় জমা জলে মশার হদিশ মিললে জরিমানা করছে হাওড়া কর্পোরেশন। সেইসঙ্গে ডেঙ্গুর লার্ভা নিধনের জন্য তেল ছড়ানো, ফগ মেশিন দিয়ে স্প্রে করা, গাপ্পি মাছ ছাড়াও শুরু হয়েছে। বিশেষত ১৫ নম্বর ওয়ার্ডে সম্প্রতি বেশ কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় হাওড়া কর্পোরেশনের তরফে ওই ওয়ার্ডের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন-আত্মপ্রকাশ ১৫ অগাস্ট, নেতাজি ভাবধারায় জয়হিন্দ বাহিনী
সেই উদ্দেশ্যেই মঙ্গলবার হাওড়া পুরসভার প্রশাসনিকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর অনুপ চক্রবর্তী ১৫ নম্বর ওয়ার্ডের ফকিরবাগান ও আশপাশের এলাকায় মশা মারা তেল, ব্লিচিং পাউডার বিতরণ করে। বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে এদিন সচেতনতার বার্তাও দেওয়া হয়। ডেঙ্গুর প্রকোপ রুখতে কী কী ব্যবস্থা নিতে হবে তা বিস্তারিতভাবে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে দেওয়া হয়। পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, যেহেতু ১৫ নম্বর ওয়ার্ডে কয়েকজনের ডেঙ্গু হয়েছে সেই কারণে আমরা এই ওয়ার্ডে বিশেষ জোর দিচ্ছি। ডেঙ্গুর লার্ভা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।