বৃষ্টিতে জল জমলেও দ্রুত নেমে গেল

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কম থাকবে। তবে উত্তরবঙ্গ জুড়ে ভারী বর্ষণ হবে।

Must read

প্রতিবেদন : মিলল পূর্বাভাস। বৃষ্টিতে ভাসল তিলোত্তমা। কয়েকদিনের ভ্যাপসা গরমে যখন নাজেহাল শহরবাসী তখনই আবহাওয়ার খবর বৃষ্টি আসছে। কিন্তু মঙ্গলবারের বৃষ্টিতে মেলেনি স্বস্তি। সকালে ঝলমলে রোদ থাকলেও বেলা বারতেই শুরু হয় মেঘের আনাগোনা। দুপুর বারোটা থেকে নামে মুষলধারে বৃষ্টি। কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক এলাকা। উত্তর কলকতার কলেজ স্ট্রিট-সহ একাধিক জায়গায় জল জমে যায়। দক্ষিণ কলকাতার বেহালা, পণশ্রীতেও জমে যায় জল।

আরও পড়ুন-জমা জলে মশা মিললে জরিমানা

বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির সংখ্যাও ছিল কম। অ্যাপ ক্যাব বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হয় যাত্রীদের। রাস্তায় জল থাকার কারণে বারবারই গাড়ি বাতিলের ফেরে পড়তে হয় যাত্রীদের। রাস্তায় যানজটও তৈরি হয়। তবে পুরসভার তরফে তড়িঘড়ি নেওয়া হয় ব্যবস্থা। জলমগ্ন এলাকাগুলিতে দ্রুত জল নিষ্কাশন শুরু হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বৃষ্টির কারণে রাস্তার যানজটও তৎপরতার সঙ্গে মোকাবিলা করে ট্রাফিক পুলিশ। তবে পার্ক স্ট্রিট, ধর্মতলা বা ক্যামাক স্ট্রিট এলাকায় সেভাবে প্রভাব পড়েনি বৃষ্টির। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন-আত্মপ্রকাশ ১৫ অগাস্ট, নেতাজি ভাবধারায় জয়হিন্দ বাহিনী

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কম থাকবে। তবে উত্তরবঙ্গ জুড়ে ভারী বর্ষণ হবে। এজন্য উত্তরবঙ্গে সব জেলাকে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে শুক্রবার ও শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি শুরু হবে। এই বৃষ্টি শুরু হবে শুক্রবার সকালের পর থেকে। শনিবার তার তীব্রতা আরও বেশি পাবে। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী তিন জেলা, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণ হবে। যদিও এই বর্ষণের জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়া হয়নি। উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নিচু এলাকার।

Latest article