জম্মুতে অন্তত ১ বছর থাকলেই ভোটাধিকার, নির্দেশিকা জারি

Must read

প্রতিবেদন : অগাস্টেই ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশন। এবার জম্মুর ডেপুটি কমিশনার এক নির্দেশিকায় জানিয়ে দিলেন, যাঁরা জম্মুতে (Jammu Kashmir- Voters) এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন তাঁরা সকলকেই বৈধ ভোটার বলে গণ্য হবেন। এই নির্দেশ বাস্তবায়ন করার জন্য প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের বলা হয়েছে, যাঁরা এক বছরের বেশি সময় ধরে রয়েছেন, তাঁদের অবিলম্বে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রশাসনের দাবি, কোনও যোগ্য ভোটার যাতে ভোটার (Jammu Kashmir- Voters) তালিকার বাইরে না থাকেন, সেই কারণেই এই সিদ্ধান্ত। ডেপুটি কমিশনারের এই নির্দেশের পরই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। তাদের অভিযোগ, বিজেপির সুবিধা করে দিতেই এ ধরনের নির্দেশ জারি করেছে কমিশন। উল্লেখ্য, ২০১৯ সালে ৫ অগাস্ট ৩৭০ ধারা বিলোপের পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু-কাশ্মীর। তারপর এই প্রথম নির্বাচনী সংস্কারের পথে হাঁটল প্রশাসন। ডেপুটি কমিশনারের নির্দেশিকায় বলা হয়েছে আধার কার্ড, ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাঙ্কের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকে বসবাসের প্রমাণপত্র হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন-ইকো পার্কের মিষ্টিকাতে সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে চাঁদের হাট

Latest article