স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় ভিড় বাঁশ লৈ নদীবক্ষে

দু-একদিন আগে পারকান্দি গ্রামের এক ব্যক্তি বাঁশ লৈ নদীতে বালির মধ্যে সোনার টিকলির আকৃতি একটি ছোট মুদ্রা পান।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : মুরারইয়ের বাঁশ লৈ নদীতে কিছুটা বালি তুললেই মিলছে বহু যুগ আগের পুরনো স্বর্ণমুদ্রা। দু-একদিন আগে পারকান্দি গ্রামের এক ব্যক্তি বাঁশ লৈ নদীতে বালির মধ্যে সোনার টিকলির আকৃতি একটি ছোট মুদ্রা পান। খবর চাউর হতেই এলাকার মানুষ ভিড় জমান নদীবক্ষে মুদ্রালাভের আশায়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী-রূপশ্রী প্রকল্পের সাফল্য, উচ্চমাধ্যমিকে বাড়ছে ছাত্রীর সংখ্যা

ফলে তবে জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, ‘এলাকাটি ইতিমধ্যেই ঘিরে দেওয়া হয়েছে।’ এই সময় ওই নদীতে জল থাকে না। ঝাড়খণ্ডে বৃষ্টি হলে বা গোড্ডার সুন্দর ড্যাম থেকে জল ছাড়লে তবেই নদীতে প্লাবন আসে। জনশ্রুতি, কোনও এক সময় গঙ্গার সঙ্গে যোগাযোগ থাকা বাঁশ লৈ নদীপথে বাণিজ্য চলত। খরস্রোতা নদীতে নৌকাডুবির ফলে পুরনো স্বর্ণমুদ্রা বালিচাপা থাকতে পারে। নদী থেকে বালি তোলার ফলে তা মানুষের নজরে আসে। গ্রামবাসী আশুতোষ মাল ও বাসুদেব মাল জানান, তাঁরা দু-একটি স্বর্ণমুদ্রা পেয়েছেন। কোনও সন-তারিখ বা রাজারাজড়ার নাম নেই। তবে মুকুটের মতো ছাপ থাকায় তা মোহরও হতে পারে। প্রশাসন খতিয়ে দেখছে, কোনও অসাধু চক্র এর পিছনে আছে কিনা।

Latest article