মালদহে রাস্তায় মিলল সোনার বিস্কুটের ব্যাগ

বৃন্দাবনী ময়দানের কাছে এসে টোটো থামানোর কথা বলেন তিনি। স্থানীয় টুরিস্ট ট্যাক্সি ইউনিয়নের সদস্যদের হস্তক্ষেপে টোটো থামানো হয়

Must read

সংবাদদাতা, মালদহ : মালদহের হান্টাকালী মোড় এলাকার রাস্তায় সোনার বিস্কুট কুড়িয়ে পেলেন এক প্রতিবন্ধী টোটোচালক ও সঙ্গে থাকা মহিলা যাত্রী। খোঁজ মেলেনি সোনার বিস্কুটের মালিকের। সোনার বিস্কুটের সঙ্গে উদ্ধার হয় একটি চিঠিও। যাত্রী নিয়ে যাওয়ার সময় টোটোচালক ও মহিলা যাত্রীটি লক্ষ্য করেন, রাস্তার পাশে একটি সোনার দোকানের ছোট ব্যাগ পড়ে আছে। টোটো থামিয়ে ব্যাগটি তুলে চালক দেখেন তাতে সোনা রয়েছে। ব্যাগটি নিজের কাছে রেখে দিলে সন্দেহ হয় যাত্রীর।

আরও পড়ুন-স্বর্ণমুদ্রা পাওয়ার আশায় ভিড় বাঁশ লৈ নদীবক্ষে

বৃন্দাবনী ময়দানের কাছে এসে টোটো থামানোর কথা বলেন তিনি। স্থানীয় টুরিস্ট ট্যাক্সি ইউনিয়নের সদস্যদের হস্তক্ষেপে টোটো থামানো হয়। এরপর মহিলা যাত্রী ঘটনা খুলে বলেন। কুড়িয়ে পাওয়া সোনার বিস্কুট নিয়ে থানায় যাওয়ার কথা বলেন স্থানীয়রা। কিন্তু ঝামেলায় জড়াবার ভয়ে টোটোচালক সেটি তাঁদের হাতে দিয়ে চলে যান। সোনার দোকানের ছোট ব্যাগের মধ্যে বিস্কুটের সঙ্গে মেলে একটি চিরকুট। তাতে লেখা ছিল ‘ছেলের হাতে চার ভরি ওজনের সোনার বিস্কুট পাঠানো হল। দুটি লকেট সহ-চেন ও দুটি ঝুমকা তৈরি করে দিতে হবে।’ পুলিশ সোনার বিস্কুটের মালিকের খোঁজ চালাচ্ছে।

Latest article