তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বিদেশযাত্রার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচি ও অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ এই অনুমোদন দেয়।
আরও পড়ুন-বুলডোজার অভিযান অসমে, নিশানায় বাঙালি সংখ্যালঘুরা
কুণাল বলেন, সিঙ্গাপুরের সরকার পরিচালিত প্রতিষ্ঠান আমাকে আমন্ত্রণ করেছে। এই রাজ্যেও তারা কাজ করছে। আমি সেই কারণেই আদালতে আবেদন করেছিলাম। আদালত আমাকে অনুমতি দিয়েছে। জামিনের পর এই প্রথম বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন কুণাল ঘোষ।

