বুলডোজার অভিযান অসমে, নিশানায় বাঙালি সংখ্যালঘুরা

ফের বুলডোজার ফিরল অসমে। মঙ্গলবার অসমের লখিমপুরে বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বাড়ি

Must read

প্রতিবেদন : ফের বুলডোজার ফিরল অসমে। মঙ্গলবার অসমের লখিমপুরে বেআইনি দখলদারদের উচ্ছেদ করতে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় একাধিক বাড়ি। বেআইনি দখলদারদের অধিকাংশই বাঙালি মুসলিম। রাজনৈতিক মহল মনে করছে, মূলত বাঙালি সম্প্রদায়ের মুসলিমদের নিশানা করেছে অসমের বিজেপি সরকার। সে কারণেই তারা তড়িঘড়ি ওই জবরদখলকারীদের সরানোর কাজ শুরু করেছে।

আরও পড়ুন-রোহিঙ্গাদের ফেরাতে অনীহা, এনজিওর ভূমিকায় ক্ষুব্ধ বাংলাদেশের তথ্যমন্ত্রী

মঙ্গলবার সকাল থেকে লখিমপুরে ৫০০ হেক্টর এলাকা জুড়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। অভিযানকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও। কার্যত আটঘাট বেঁধেই উচ্ছেদ অভিযান শুরু করেছিল বিজেপি প্রশাসন। সংরক্ষিত অঞ্চলের মোট জমির আয়তন ২৫৬০.২৫ হেক্টর। যার মধ্যে মাত্র ২৯ হেক্টর খালি পড়ে আছে। কয়েক দফায় জবরদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। এদিন আধাসোনা এবং মোহাগুলি গ্রামে উচ্ছেদ অভিযান চলে। এই এলাকায় ১০০টি পরিবারের বাস। উচ্ছেদের চাপে বেশিরভাগ বাসিন্দাই ওই এলাকা থেকে অন্যত্র চলে গিয়েছেন। অধিকাংশই বাঙালি মুসলিম সম্প্রদায়ের।

Latest article