মহানগরীতে পোষ্যবান্ধব পুজো

উদ্বোধনে আয়োজকদের অনুরোধে মহালয়ার সন্ধ্যায় পুজো মণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মলি, ক্যামফর, লিজা, ও ডিঙ্কিরা।

Must read

প্রতিবেদন : অভিনবত্বের দৌড়ে এবার শহরের পুজোর ভিড়ে নজর কাড়ছে বিধান সরণির অ্যাটলাস ক্লাবের পুজো। এবারই প্রথম ‘পেট ফ্রেন্ডলি’ পুজো দেখল তিলোত্তমা। এই পুজো মণ্ডপে দর্শনার্থীরা তাঁদের বাড়ির পোষ্যটিকেও নিয়ে আসতে পারেন। দর্শনার্থীদের কাছে এমনই আবেদন করছেন আয়োজকরা।

আরও পড়ুন-পাত্রা পর্যটনে নতুন ঠিকানা

উদ্বোধনে আয়োজকদের অনুরোধে মহালয়ার সন্ধ্যায় পুজো মণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মলি, ক্যামফর, লিজা, ও ডিঙ্কিরা। এরা সবাই হল কলকাতা পুলিশের ডগ স্কোয়াড-এর সদস্য। এদের হাতেই কলকাতার প্রথম পোষ্যবান্ধব দুর্গাপুজোর উদ্বোধন হল। আয়োজকদের এই অনুরোধ ফেরাতে পারেননি কলকাতা পুলিশের কর্তারাও। এখানে মায়ের পায়ের তলায় অসুর নেই। রয়েছে দু’টি কুকুরের মূর্তি। তারা মায়ের আশীর্বাদপ্রার্থী। পুজোর আসরে মলি, লিজাদের নিয়ে সবারই আগ্রহ ছিল তুঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ ও প্রিয়দর্শিনী ঘোষ-সহ অন্যরা।

Latest article