জেলেনস্কিকে শান্তির নোবেল দিতে আর্জি

মহাসংকটের মুহূর্তে নিরাপদে দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

Must read

প্রতিবেদন : মহাসংকটের মুহূর্তে নিরাপদে দেশ ছাড়ার মার্কিন প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেই অনন্য কৃতিত্ব ও অদম্য সাহসের স্বীকৃতি স্বরূপ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার আবেদন জমা পড়ল নোবেল কমিটির কাছে। নরওয়ের নোবেল কমিটিকে এই আবেদনটি করেছেন ইউরোপের বহু প্রাক্তন এবং বর্তমান রাজনীতিবিদ। পাশাপাশি এই কমিটিকে নোবেল পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত বাড়ানোর জন্যও অনুরোধ জানিয়েছেন তাঁরা। ‘

আরও পড়ুন-চাপে পড়ে হুমকি পুতিনের

সংবাদসংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, নোবেল কমিটির কাছে জমা দেওয়া আবেদনটিতে বলা হয়েছে, আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে, নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীয়া ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হোক এবং জেলেনস্কি ও ইউক্রেনের অগণিত সাধারণ মানুষকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হোক। ইউরোপীয় রাজনীতিবিদরা নোবেল কমিটিকে মনোনয়ন প্রক্রিয়া নতুন করে শুরু করার আবেদনও জানিয়েছেন। এখনও পর্যন্ত ২০২২ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্যে ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থার আবেদন জমা পড়েছে। চলতি বছরের অক্টোবর মাসের ৩ থেকে ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে।

Latest article