প্লাস্টিকের চেয়ার, ক্ষোভ ব্রেবোর্নে

কিন্তু প্রথম ম্যাচে দর্শকদের বসার যে ব্যাবস্থা ছিল গ্যালারিতে, তা মোটেও খুশি করতে পারেনি ক্রিকেট ভক্তদের।

Must read

মুম্বই, ২৮ মার্চ : আইপিএলের সুবাদে অনেকদিন বাদে ক্রিকেট ফিরেছে ব্রেবোর্নে। কিন্তু প্রথম ম্যাচে দর্শকদের বসার যে ব্যাবস্থা ছিল গ্যালারিতে, তা মোটেও খুশি করতে পারেনি ক্রিকেট ভক্তদের।
দর্শকদের অসন্তোষ মুলত বসার ব্যাবস্থা নিয়ে। আরও পরিষ্কার করে বললে প্লাস্টিকের চেয়ার নিয়ে। ব্রেবোর্নে কুড়ি হাজার লোকের খেলা দেখার ব্যাবস্থা আছে। তবে এখন অবশ্য পঁচিশ শতাংশ দর্শকের খেলা দেখার অনুমতি রয়েছে। কিন্তু তিন হাজার টাকায় কেনা টিকিটে দর্শকদের প্লাস্টিকের চেয়ারে বসে খেলা দেখতে হয়েছে। তা নিয়েই যত ক্ষোভ।

আরও পড়ুন-এমসিজিতে বুধবার শেষ বিদায়, মূর্তির নিচে এখনও ভিড় ওয়ার্নির টানে

এক দর্শক টুইট করেছেন, তিন হাজার টাকায় টিকিট কেনার পর ভাল সিট তো দেওয়া যেত! তবে ব্রোবোর্নের গ্যালারিতে বসার ব্যাবস্থা নিয়ে এমন অভিযোগ অবশ্য অপ্রত্যাশিত নয়। ৭০০ মিটার দুরত্বে ওয়াংখেড়ে স্টেডিয়াম। কিন্তু সেখানকার মতো বসার ব্যাবস্থা ব্রেবোর্নে নেই। তা বোধহয় সম্ভবও নয়। এক দর্শক লিখেছেন, খুব কম ম্যাচ হয় এখানে। ফলে স্টেডিয়াম পূর্ণনবীকরণের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সুযোগ কম। ১৯৩৭ সালে এই স্টেডিয়াম তৌরি হয়েছিল। তবে টিকিট নিয়ে ঝামেলা এখানে লেগেই ছিল। ওয়াংখেড়ে স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার পর এই মাঠকে শুধু প্রথম শ্রেনীর ম্যাচের জন্য ব্যাবহার করা হয়েছে। ইদানীং দু-একটি আন্তর্জাতিক ম্যাচ ফিরেছে ব্রেবোর্নে। তাই বিসিসিআই এবার আইপিএল ম্যাচও দিয়েছে ব্রেবোর্নে

Latest article